শুধু আসা আর যাওয়া
লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৮ মার্চ, ২০১৪, ০৩:৩৯:২৬ দুপুর
এইযে এখন আসল দেখ
হাসি সবার মুখে
এই যে এখন গেল চলে
ব্যাথী ব্যাথার দুঃখে।
আসছে দেখ যাচ্ছে আবার
আসা যাওয়ার খেলা
হাসছে সবাই কাঁদছে আবার
এই বিধানেই চলা।
থাকছেনা কেউ যাচ্ছে সবাই
যেতেই হবে চলে
তবুও তো থাকছে কেউ
নিজের কর্ম ফলে।
বিষয়: বিবিধ
১২৫৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেতেই হবে চলে
তবুও তো থাকছে কেউ
নিজের কর্ম ফলে।
মরণের কথা বললেন নাকি? মরণের কথা শুনলে ভয় পাই
যেতেই হবে চলে
তবুও তো থাকছে কেউ
নিজের কর্ম ফলে
সুন্দর লিখেছেন.....!
মন্তব্য করতে লগইন করুন