" আযান "

লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ২৮ মার্চ, ২০১৪, ০৩:২৭:৫২ দুপুর

মসজিদের আযানের ধ্বনি সুমধুর

মিশ্রিত ঐ আহবান বাণীতে সমস্ত সুর ;

শ্রবণে হৃদয় হয়ে ওঠে পরম পাগলপারা

চরম ব্যস্ত বিপদে বাধ্য হই দিতে সাড়া ।

ঐ সুরের সঙ্গে রুহ তার গড়েছে অছিন্ন বাঁধন

ঐ সুর সর্বাঙ্গে মাখিয়ে করব মৃত্যু স্বাদ গ্রহণ ;

দৈনিক পঞ্চবার না শুনিলে কল্যাণ হাঁকের বাণী

বিষন্ন তিক্ত লাগে প্রিয়জন ও সুন্দর ধরণী ।

আযানই স্রষ্টার সনে মিরাজের আহবান

নিবোর্ধ বধির অজ্ঞ মোরা দেইনা সেথায় কান ;

বিশুদ্ধ এ শান্তি মঙ্গল বার্তা সুর

শ্রবণে শয়তান পালায় বহুদুর ।

আযানের ধ্বনিতে কি যে সুধা ভাই

মোর কি যে ভাল লাগে কেমনে বুঝাই ;

আমি বাঁচতে পারব বিনা আহার জল পবনে

আমি ও সব হবে প্রলয় না হলে আযান ভুবনে ।

ধরার বুকে আমি কিছুই চাইনা

আছে কেবল একটি ইতি কামনা

মৃত্তিকা মানুষ সবারে জানাই সাধ মিটে নাই

মৃত্যুর পরে পঞ্চবার করে আযান শুনতে চাই ।

বিষয়: বিবিধ

১০৪৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199218
২৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৮
নীল জোছনা লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
199220
২৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
199225
২৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৭
শিশির ভেজা ভোর লিখেছেন : আযানের ধ্বনিতে কি যে সুধা ভাই
মোর কি যে ভাল লাগে কেমনে বুঝাই ;

অসাম হয়েছে ভাই অসাম
199258
২৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৯
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : আযানের ধ্বনিতে কি যে সুধা ভাই
199267
২৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫২
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
199416
২৮ মার্চ ২০১৪ রাত ১১:৫৫
199540
২৯ মার্চ ২০১৪ সকাল ০৭:২৩
বিদ্যালো১ লিখেছেন : khub valo laglo. asholei amra akhon ashob chinta korina. ajan holeo ete shara dei na.

Allah apnake arro amon shundor kobita upohaar deyar taufiq daan koruk.
199582
২৯ মার্চ ২০১৪ সকাল ১০:১২
কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত লিখেছেন : বিদ্যালো ১ কে অসংখ্য ধন্যবাদ ।
199600
২৯ মার্চ ২০১৪ সকাল ১১:১৩
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : সকলেই বেশি বেশি করে পড়ুন আর জানুন, কে আপনাকে ডাকে এবং কেন ডাকে.....
১০
200620
৩১ মার্চ ২০১৪ সকাল ০৯:০১
টাংসু ফকীর লিখেছেন : ধন্যবাদ
১১
203222
০৬ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১২
233776
১১ জুন ২০১৪ বিকাল ০৫:০৭
১৩
234668
১৪ জুন ২০১৪ সকাল ১১:৪৪
কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত লিখেছেন : সবাইকে ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File