" আযান "
লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ২৮ মার্চ, ২০১৪, ০৩:২৭:৫২ দুপুর
মসজিদের আযানের ধ্বনি সুমধুর
মিশ্রিত ঐ আহবান বাণীতে সমস্ত সুর ;
শ্রবণে হৃদয় হয়ে ওঠে পরম পাগলপারা
চরম ব্যস্ত বিপদে বাধ্য হই দিতে সাড়া ।
ঐ সুরের সঙ্গে রুহ তার গড়েছে অছিন্ন বাঁধন
ঐ সুর সর্বাঙ্গে মাখিয়ে করব মৃত্যু স্বাদ গ্রহণ ;
দৈনিক পঞ্চবার না শুনিলে কল্যাণ হাঁকের বাণী
বিষন্ন তিক্ত লাগে প্রিয়জন ও সুন্দর ধরণী ।
আযানই স্রষ্টার সনে মিরাজের আহবান
নিবোর্ধ বধির অজ্ঞ মোরা দেইনা সেথায় কান ;
বিশুদ্ধ এ শান্তি মঙ্গল বার্তা সুর
শ্রবণে শয়তান পালায় বহুদুর ।
আযানের ধ্বনিতে কি যে সুধা ভাই
মোর কি যে ভাল লাগে কেমনে বুঝাই ;
আমি বাঁচতে পারব বিনা আহার জল পবনে
আমি ও সব হবে প্রলয় না হলে আযান ভুবনে ।
ধরার বুকে আমি কিছুই চাইনা
আছে কেবল একটি ইতি কামনা
মৃত্তিকা মানুষ সবারে জানাই সাধ মিটে নাই
মৃত্যুর পরে পঞ্চবার করে আযান শুনতে চাই ।
বিষয়: বিবিধ
১০৪৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মোর কি যে ভাল লাগে কেমনে বুঝাই ;
অসাম হয়েছে ভাই অসাম
Allah apnake arro amon shundor kobita upohaar deyar taufiq daan koruk.
মন্তব্য করতে লগইন করুন