নীড় হীন পক্ষি

লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ০৪ জুন, ২০১৪, ০৬:২৩:০৯ সকাল

হঠাত্‍ বাদল এলো

যেমন তেমন নয় প্রবল বেগে ;

চারদিক থেকে কৃষ্ণ মেঘের ঝাপটা

মাঠ ঘাট পথ শুন্য হলো ।

অচিন এক পাখি নিরাশ্রয়ে

দিক বেদিক ছুটছে ঠাঁই পাচ্ছে না ।

এক বৃক্ষ থেকে অন্য বৃক্ষ

একটি পত্র তল থেকে আরেকটি পত্রালে

কেহই তার ভার সইছে না ।

বাদলের তীব্রঘাতে সর্বাঙ্গ তার সিক্ত ,

আপাদ মস্তক ঠান্ডায় থরথর কম্পিত ।

নিরুপায় কষ্টে মুক্ত গগনের তলে

নিজেকে সপিয়ে দিয়ে বলল ,

আমাকে শেষ করে দে ।

না , প্রকৃতি বহুরুপী হলেও অতটা নির্মম নয় ;

তিলে তিলে যাতনা দিতে ভীষণ মজা পায় ।

তুমি কি জান ? ঐ অচিন

নীড় হীন পক্ষিটা কে ?

জাননা , জানার কৌতুহলও তোমার চিত্তে নেই ;

ওটাই আমি , মানব হৃদয়ে আমার ঠাঁই নেই ।

নিঠুর পৃথিবী আমাকে বুকে টেনে নিয়ে

কামড়ে কামড়ে খাচ্ছেনা

হায়েনা মানবের মত ।

তোমাতে আশ্রয় চাই না

বুকে ভয় রেখনা ;

মন চাহিলে এক পলক দেখতে এসো

এই নীড় হীন পক্ষিকে ।

বিষয়: সাহিত্য

১২৬৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230417
০৪ জুন ২০১৪ দুপুর ১২:০৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : যাহ আপনার হিমি কি আপনাকে এভাবে দূরে ঠেলে দিছে???
230534
০৪ জুন ২০১৪ বিকাল ০৪:১০
230591
০৪ জুন ২০১৪ বিকাল ০৫:৫৬
আওণ রাহ'বার লিখেছেন :
ভালো লাগলো ধন্যবাদ
230599
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কবি সাহেব শুরু করেছেন আবার দেখে ভালো লাগলো
230752
০৫ জুন ২০১৪ রাত ০৩:৩২
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার।
231303
০৬ জুন ২০১৪ সকাল ১১:১৬
বিদ্যালো১ লিখেছেন : কঠিন !!
231600
০৭ জুন ২০১৪ রাত ০১:০২
কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত লিখেছেন : সবাইকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File