আমি সুখী মানুষ আজ তোমার ঐ হাসি মুখ দেখে!

লিখেছেন লিখেছেন কথার_খই ০৪ জুন, ২০১৪, ০৩:৩৫:৫০ রাত

যদিও মানুষ পেয়ে খুশী হয় কিন্তু আমি একটু ব্যতিক্রম হতে চাই তাইতো এই .......... উল্টো ক....

অন্ধকারে দাড়িয়ে আমি করি

আলোর জন্য হাহাকার,

তাই তুমি দেখাও বাঁধা

দূরের ঐ বিশাল পাহাড়!!

আমার হাহাকার নয় তোমার

চিন্তার কোন বিষয়,

তোমার মত বন্ধু নিয়ে

তাই আজ মনের ভয়!

তোমার প্রতি পিছুটান আছে

বলে তুমি সুযোগের কর খূঁজ,

আমায় কষ্ট দিতে কাটাকাটনি

আছে তোমার রোজ!!

তবু ভাবি তুমি ধন্য হও

সুখ আসুক তোমার মনে,

তোমার সুখ দেখলে পরে

আমার সরে যায় অসুখ আনমনে!

তুমি ব্যর্থ অসুখ সরিয়ে দিয়ে

আমার মন থেকে,

আমি সুখী মানুষ আজ

তোমার ঐ হাসি মুখ দেখে!

বিষয়: বিবিধ

১২৪২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230419
০৪ জুন ২০১৪ দুপুর ১২:০৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৫ জুন ২০১৪ রাত ১২:৩৬
177483
কথার_খই লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File