একই মুখে দুই ধরনের কথা!

লিখেছেন লিখেছেন নানা ভাই ০৪ জুন, ২০১৪, ০১:৫৯:৩০ রাত



আওয়ামী লীগ প্রতিষ্ঠা থেকে শুরু করে বিভিন্ন সময়ে ওসমানদের ভূমিকা তুলে ধরে বিভিন্ন সমালোচনায় থাকা নারায়ণগঞ্জের এই পরিবারের পক্ষে নিজের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘বাংলাদেশে রাজনীতি করতে এসে অপরাধ করেনি, এমন খুব কমই পাওয়া যাবে। কিন্তু কিছু কিছু পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। তাদের চেয়ে অনেক বেশি অপরাধ করলেও অনেকের বিরুদ্ধে একটি কথাও বলা হয় না। আবার কিছু কিছু পরিবারের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র হয়।’রাজনৈতিকভাবে ‘হেয়’ করতে ওসমান পরিবারের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে দাবি করে শেখ হাসিনা বলেন, কেউ অপরাধ করলে তার বিচার হবে। তবে বিশেষ কোনো পরিবারকে নিশ্চিহ্ন করা যাবে না। বাহঃ, সাবাশ।

গতকাল শেখ হাসিনা বলেছেন, ‘ও (জিয়া) মরে গিয়ে বেঁচে গেছে। তা না হলে তার বিরুদ্ধেও এ হত্যাকাণ্ডের দায়ে মামলা করতাম।’ কি সোন্দর কথা!

এর আগে তিনি খালেদা জিয়াকে বাড়ী ছাড়া করেছেন। খালেদা জিয়ার দুই পুত্রকে মামলা দিয়ে দেশ ছাড়া করেছেন।

শুধু মাত্র আওয়ামী লীগ করার কারনে "কোন বিশেষ পরিবারের বিরুদ্ধে কিছু বলা যাবে না"; এটা বললেই তো হয়। এ্যাতো ভান ভনিতার দরকার কি?

বিষয়: রাজনীতি

১১২১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230316
০৪ জুন ২০১৪ সকাল ০৫:৫৬
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : ভান করল কই ? যে আদালতের কোন পরোয়া করেনা, সে বুঝি ভনিতা করে কথা বলবে ? কি যে কন !!
230325
০৪ জুন ২০১৪ সকাল ০৭:৩৮
শেখের পোলা লিখেছেন : নানা, বুড়ো বয়সে কি শুনতে কি শুনেছেন৷ সবার সব কথা না শোননা ভাল৷ হাজারর হলেও উনি আমাদের কর্ণধার৷
230335
০৪ জুন ২০১৪ সকাল ০৮:৪১
হতভাগা লিখেছেন : এভাবে বলেই তো উনি আমাদের প্রধানমন্ত্রী । আমাদের মধ্যে সেরা । আমরা যেরকম আমরা সেরকম প্রধানমন্ত্রীই তো পাবো।
230341
০৪ জুন ২০১৪ সকাল ০৯:১৪
egypt12 লিখেছেন : ওসমান পরিবার গঙ্গা জ্বলে নাওয়া সাদা পরিবার...তবে সহজ সরল বলে কিছু ভুল হয়ে যায় Big Grin

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File