কোন সাধনায় ?

লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ১০ জুন, ২০১৪, ০৩:০৫:৪৮ দুপুর

আমি অতীতকে সঙ্গী করে বাঁচব

নির্জন নিঃশব্দে বুক ফেটে কাঁদব ;

নহে তোমাকে পাবার আকাংখায়

কি সুন্দরভাবে ভুলেছ আমায় !

এক সংগে চলেছি দীর্ঘ সময়

দুটি মন করেছি বিনিময় ;

সাধনা সংগ্রাম করেছি কত

এটা কি ভুলে যাওয়ার মতো ?

পারিনি কিছুতেই ভুলতে

তুমি কিন্তু ভুলেছ মুহুর্তে ;

ময়নার সনে দেখা হয়েছিল একদা সন্ধ্যায়

এক যুগ পরেও আমার নাম ধরে হাঁকায় ।

একদিনের পরিচয় ভুলতে পারেনি

আর তুমি না শ্রেষ্ঠ প্রাণি ?

তবুও তোমার স্মরণ শক্তি এতই কম

ভাবিতে গেলেই বন্ধ হয় মোর দম ।

তোমার আমার দুজনার ছিল একটি প্রাণ

কেমনে করিলে তুমি এতো ব্যবধান ?

বলিবে ? এত সহজে অতীত ভুলা যায়

আমি জানিব শিখিব ,সে কোন সাধনায় ?

বিষয়: সাহিত্য

১৩৯১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

233284
১০ জুন ২০১৪ দুপুর ০৩:৩৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
233542
১১ জুন ২০১৪ রাত ০৪:১৪
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো Good Luck Good Luck Good Luck
247579
২৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File