একটি কথা শুধাব
লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ০৭ জুন, ২০১৪, ০৩:৫৫:০৪ দুপুর
তোমার সাক্ষাত সন্ধান কিছুই পাইনা
প্রকাশ করিব হৃদয়ের সুখ যাতনা
নিরুপায় ,তাই বের করি ফটো খানা
অনেক কথা বলি সে তো হা-না কিছুই কহেনা ।
এক তরফা হয় শুধু কথোপথন
এতে কি জ্বালা হয় নিবারণ ?
যেথায় রাখি সেথায় নিশ্চুপ ভাস্কার্য
বদন খুলে একটি বচন কহিল না আজো ।
ওর অপলক দৃষ্টি ভোগ করছি শুধু শুধু
আঁখি বেয়ে ঝড়ে যেন রুপের মোহ মধু
কিন্তু জিজ্ঞাসা রহে অপূর্ণ
অংক কষে পাই শুন্য ।
মোর চরম নিঃসঙ্গতা ক্ষণে
ওকে লই বক্ষ পাজরে টেনে
শুধাই তুমি রহিয়াছ কোথায় ?
বোবা মেয়েটি শুধু মোর নেত্রে তাঁকায় ।
একবার খোল কোমল চঞ্চু দুটি
তুমি না ভাল লক্ষীটি
কতই না মধু স্বরে করি ডাকা-ডাকি
সারা বেলা সজাগ রহে মুক্ত দুটি আঁখি ।
কিন্তু বচন কহে না
শুধু একটি কথা শুধাব
জীবন ভর কি তোমাকেই ভালবাসব ?
না ..........?
বিষয়: সাহিত্য
১৪৫৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লিখে যান কবি ভালো লেগেছে।
মন্তব্য করতে লগইন করুন