আমার ব্লগিং জীবনের এক বছর পূরণ হলো
লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ০৩ জুন, ২০১৪, ০৪:৫৬:৩৮ বিকাল
আমি এক বছর ধরে ব্লগিং করে আসছি শুধু মাত্র মোবাইলে কী প্যাডে টাইপ করে । তাই কোন মন্তব্যের জবাব দিতে পারিনি । সম্ভবত মোবাইল সফটওয়ার থেকে জবাব দেয়া যায়না । তাই ক্ষমা প্রার্থনা করছি । আপনাদের শুভ কামনা প্রত্যাশায় বিদায় ।
বিষয়: বিবিধ
১১১৫ বার পঠিত, ১২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
অভিনন্দন ভাইয়া ।আপনার পদচারণায় ব্লগ মুখরিত হবে এই কামনা-ই করি । ধন্যবাদ । শুভেচ্ছা নিবেন -
সালগীরা মুবারক।
আপনি কি মোবাইল ইউজ করেন জানালে আমি সমাধান দেয়ার চেষ্টা করতাম।
আমি মোবাইলে জবাব দেই কারন আমি কি বোর্ডে ভালো টাইপ পারিনা যেমন মোবাইলে পারি।
মন্তব্য করতে লগইন করুন