ইন্ডিয়ান চ্যানেলঃ ধংসের পথে নৈতিকতা
লিখেছেন লিখেছেন জাতির চাচা ০৭ জুন, ২০১৪, ০৪:১৫:৩০ বিকাল
বিয়াইত্তা মেয়েদের প্রিয় টিভি চ্যানেল স্টার জলসা ,প্লাস ,জি বাংলা ।
আবিয়াইত্তা মেয়েদের 9XM,সঙ্গীত বাংলা ।
মেয়েদের অধঃপতন ,উগ্রতা ,পারিবারিক অশান্তি ,সামাজিক অশান্তি ,কূট বুদ্ধির বিস্তার ,অশ্লীলতা বিস্তার এর জন্য মূল দায়ী এই চ্যানেল গুলো ।
কিভাবে উদার থেকে সংকীর্ন হওয়া যায় ,কিভাবে অপরের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ করা যায় ,কিভাবে হাজবেন্ডের পকেট খালি করে নিজের শখ পূরন করা যায় ,কিভাবে ডাইনী হওয়া যায় সবই শিক্ষা দিচ্ছে এই চ্যানেল গুলি ।
যদি সমাজকে বাঁচাতে চান ,যদি পরিবারকে বাঁচাতে চান তবে হয় চ্যানেলগুলো বন্ধ করতে হবে অথবা টিভি ভাংগতে হবে ।
আচ্ছা এই যুগে টিভি কাজে লাগে ? টিভিতে খবর দেখে কর্তা । কর্তী স্টার জলসা ।মেয়ে নাইন এক্স এম । পিচ্চি CN । কর্তা যতোটুকু খবর দেখে
সেটা না দেখারই সমান ।
একটা টিভি কিনতে আট দশহাজার টাকা লেগে যায় । এই টাকার সাথে আর কিছু টাকা দিয়ে একটা নরমাল পিসি কিনুন । হার্ডডিস্কে ইসলামিক ভিডিও ওডিও বই দিয়ে ভরান । অবসরে মুসলিমদের ভিডিও অডিও ও বই পড়তে উত্সাহ দিন ।
এতে সমাজ পরিবার দেশ বাঁচবে ।বাঁচবে আগামীর প্রজন্ম । শান্তি বিরাজ করবে সবখানে ।
জাতির চাচা
বিষয়: বিবিধ
১৪৫৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন