চট্টগ্রাম প্রেমিদের জন্য সুখবর, উদ্বোধন হল আমরা চাট্গাঁবাসী নামে ওয়েবসাইট
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০৭ জুন, ২০১৪, ০৪:১৯:৫১ বিকাল
আজ সকাল দশটায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উদ্বোধন হলো চট্টগ্রাম ভিত্তিক অনলাইন ওয়েবসাইট আমরা চাট্গাঁবাসী
উদ্বোধন করেছেন চট্টগ্রামেরই সন্তান ভূমি প্রতিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ । বিপুল পরিমান মিডিয়ার উপস্থিতিতে উক্ত ওয়েবসাইট উদ্বোধন করা হয় ।
আলহাজ্ব মেজর জেনারেল (অব) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম-বীর প্রতিক’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মঞ্জুরুল আলম । এছাড়া চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম.এ.সালাম, জাতীয় পার্টির মহিলা এমপি মেহজাবিন মোর্শেদ, হাটহাজারীর মহিলা ভাইস চেয়ারম্যান সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওয়েবসাইটটি উদ্বোধন করতে আমার ল্যাপটপটাই ব্যবহার করলেন মাননীয় মন্ত্রী ।
আমরা চাটগাঁবাসী এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি একই সাথে অনেক রকমের সুযোগ সুবিধা পাবেন ।
সম্পূর্ণ বেসরকারী উদ্যোগে আয়োজিত এই প্রতিষ্ঠানের সভাপতি হচ্ছেন মেজর জেনারেল(অব) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম-বীর প্রতিক ।
এটি একটি অলাভজনক, অরাজনৈতিক, বেসরকারী, স্বেচ্ছাসেবী, সমাজকল্যাণমূলক ও ধাতব্য প্রতিষ্ঠান।
চট্টগ্রামের যে কেউ এর সদস্য হওয়ার ব্যবস্থা আছে । সাইটেই্ সব বিস্তারিত বর্ণনা আছে ।
চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যতো আছেই সেই সাথে আরো গুরুত্বপূর্ণ এমন সব তথ্য যেগুলো আমাদের নিত্যপ্রয়োজনে লাগে ।
কলেজসমূহের ঠিকানা, বিশ্ববিদ্যালয় সমূহের ঠিকানা, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সমূহের ঠিকানা ।
হোটেল রেষ্টুরেন্টের ঠিকানা । হোটেলের সম্ভাব্য ভাড়া কত হতে পারে ইত্যাদি। পর্যটন স্পটসমূহ, শুধু চট্টগ্রাম নয়, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজারের পর্যটনসমূহেরও বিস্তারিত বিবরন এখানে পাওয়া যাবে।
চট্টগ্রামের আঞ্চলিক গানসমূহ এখানে ক্লিক করেই শুনতে পাবেন.............. ও-রে সাম্পান ওয়ালা, তুই আমারে করলি দেওয়ানা...... সহ আরো জনপ্রিয় গানসমূহ ।
বিভিন্ন বাংলা ও ইংরেজী সংবাদপত্র এবং ম্যাগাজিনের লিংকসহ আকর্ষনীয় সব তথ্য উক্ত ওয়েবসাইটে মওজুদ আছে ।
ওয়েবসাইটটি দেখতে ক্লিক করুন:
http://www.chatgabashi.org/index.php
বিষয়: বিবিধ
২২৭১ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ
বিশেষ ভাবে ভাল লাগল মডেল এর ল্যাপটপ হাতে প্রেজেন্টেশন।
আপনাকে দেখি ফালুদা খাওয়াতেই হবে ।<:-P
মন্তব্য করতে লগইন করুন