হাতের নখ দেখে বুঝে নিন জটিল কিছু স্বাস্থ্য সমস্যার লক্ষণ

লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ১০ জুন, ২০১৪, ০২:৫৩:৩৮ দুপুর



প্রাচীন চীনের চিকিৎসকগণ হাতের আঙুলের নখ দেখে স্বাস্থ্য সমস্যা চিহ্নিত করতেন। নখ হৃদরোগ থেকে থাইরয়েড সমস্যা ও অপুষ্টিজনিত অনেক সমস্যাই চিহ্নিত করতে পারে। জেনে নিন জটিল স্বাস্থ্য সমস্যার ৫টি লক্ষণ যা নখ দেখে বুঝতে পারবেন আপনিও—

১।আঙুলের মাংস থেকে নখ পৃথক হয়ে আসা:



নখ আঙুলের মাংসের সাথে যুক্ত থাকে। যদি এমন কখনো হয় যে নখ আঙুল থেকে উঠে আসছে অর্থাৎ নখ মাংস থেকে ছেড়ে আসছে তবে তা অবশ্যই স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত দেয়। জী...বাণুর সংক্রমণ, থাইরয়েড রোগ, ড্রাগ রিয়েকশন, Psoriasis, নখ অস্বাভাবিক শক্ত হওয়া প্রভৃতি সমস্যায় এরকমটি হতে পারে।

২। নখ হলুদ হওয়া:



নখ তার স্বাভাবিক রঙ হারিয়ে হলুদ হয়ে গেলে, নখের স্বাভাবিক বৃদ্ধি বা হ্রাস পেলে ও উজ্জ্বলতা কমে গেলে ধারণা করা হয় জণ্ডিস, ব্রঙ্কাইটিস, শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা বা হাতফোলা রোগ (lymphedema) শরীরে বাসা বেঁধেছে।

৩। চামচ আকৃতির নখ:

নখ নরম ও পাতলা হয়ে ক্ষয়ে গিয়ে চামচের অবতল পিঠের মতো আকার ধারণ করার সম্ভাব্য কারণগুলো হচ্ছে— শরীরে আয়রণের অভাব ও রক্তশূন্যতা।

৪। নখের অস্বাভাবিক বক্রতা:

নেইলস্ট্রিপের কাছাকাছি থেকে নখ যদি একটু উপরের দিকে বেঁকে বৃদ্ধি পায় অর্থাৎ নখ ও নখের মাংসের স্বাভাবিক কৌণিক অবস্থান যদি না থাকে তবে এর কারণ হতে পারে— হৃদরোগ, রক্তে অক্সিজেনের স্বল্পতা, কার্ডিওভাসকুলার রোগ বা লিভারের রোগের মতো জটিল রোগ।

৫। অস্বচ্ছ নখ:

নখ যদি অস্বচ্ছ হয় এবং নখে গাঢ় দাগ পড়ে তবে বুঝতে হবে এটির কারণ হয়তো অপুষ্টি, হৃদক্রিয়ার সমস্যা, ডায়াবেটিস বা যকৃতের রোগ।

নখের এইসব সমস্যার কোনটি দেখা দিলে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নিন। চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন।

৬।নীল নখঃ



কোনো কোনো ক্ষেত্রে নখে নীল রংয়ের ছোপ দেখা যায়।

এর মাধ্যমে বুঝতে হবে আপনার শরীর পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছে না। আর অক্সিজের স্বল্পতা হয়ে থাকে ফুসফুসের রোগ, নিউমোনিয়া, অথবা হার্টের কিছু সমস্যার ক্ষেত্রে হয়ে থাকে।

৭। ভংগুর বা ফাটল ধরা নখঃ



মাঝে নখে ফাটল ধরে বা ভংগুর অবস্থার সৃষ্টি হতে পারে।

থাইরয়েডের সমস্যার কারণের এমন হতে পারে। ফাটল ধরা, ভাঙ্গা হলুদাভ নখ ছত্রাকের আক্রম্রনের ইংগিত করে।

৮। স্ফীত কিনারা বিশিষ্ট নখঃ



কোনো কোনো নখের কিনারা মাঝে মাঝে স্ফীত ও লালচে হতে পারে।টিস্যুগত সমস্যার জন্য এটি হয়। এক্ষেত্রে উক্ত স্থানে জ্বালাপোড়াও হতে পারে।

৯।নখের নিচে গাঢ় রেখাঃ



এ ধরনের অবস্থা খুব আশঙ্কাজনক অবস্থার প্রকাশ করে থাকে। তাই এ ক্ষেত্রে জরুরী ব্যবস্থা নেয়া প্রয়োজন।

এ ধরনের নখ মেলানোমা নামের মারাত্বক স্কিন ক্যান্সারের লক্ষন প্রকাশ করে।

১০। চিবানো-বিধ্বস্ত নখঃ



নখ কামড়ানো অনেকের একটি সাধারণ পুরোনো স্বভাব।তবে মাঝে মাঝে এটি স্থায়ী দুশ্চিন্তা প্রকাশ করে।

নখের হঠার আচরণ পরিবর্তনের মাধ্যমে অনেক লক্ষন প্রকাশ অনেক ক্ষেত্রে এটি আট-দশটা সাধারণ ঘটনার মত একটি ঘটনাও হতে পারে। তবে কোনো কারণে সন্দেহ হলে সেক্ষেত্রে, চিকিৎসকের শরনাপন্ন হওয়া উচিত।

তথ্যসূত্রঃ ইন্টেরনেটের বিভিন্ন সাইট ।

বিষয়: বিবিধ

২৭৯২ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

233269
১০ জুন ২০১৪ দুপুর ০২:৫৭
চোরাবালি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১০ জুন ২০১৪ বিকাল ০৫:০৬
179945
প্রবাসী আশরাফ লিখেছেন : ধন্যবাদ আপনাকেও
233307
১০ জুন ২০১৪ বিকাল ০৪:৪৮
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে
১০ জুন ২০১৪ বিকাল ০৫:০৮
179947
প্রবাসী আশরাফ লিখেছেন : কাজের চাপে লেখার সময়-সুযোগ পাইনা বাহার ভাই। তবে ব্লগারদের লেখা নিয়মিত পড়ার চেষ্টা করি। সুযোগ পেলেই আপনার পরামর্শটি বাস্তবে রূপায়নের চেষ্টা করবো।

পড়ার পর মন্তব্য করার জন্য আন্তুরিক ধন্যবাদ।
233330
১০ জুন ২০১৪ বিকাল ০৫:১৩
আফরা লিখেছেন : ভাল একটা পোষ্ট দিয়েছেন ভাইয়া ।আমার এক ঘন্টা সময় লাগব এখন নখ নিয়ে গবেষনা করতে ।অনেক ধন্যবাদ ।
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
179987
প্রবাসী আশরাফ লিখেছেন : এই মেয়ে দেখিতো নখগুলো ;Winking নিয়মিত নখ কাটা হয় দেখে ভাল লাগলো/হুমম নখের রং ও আকৃতি ও স্বাভাবিক/নখ ফ্যাকাশে নয়-গুড। বাট নখের ডগা কেমন সাদাভাব :Thinking কোন বিষয় নিয়া টেনশন করা হয় নাকি? Winking)
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২০
179993
আফরা লিখেছেন : আমি তো অনেকক্ষন খুটে খুটে দেখলাম কোন সমস্যা নাই আল্লাহর রহমতে যদিও নখের ডগায় একটু সাদা ভাব আছে ।কিন্তু আপনার কথা শুনে সত্যি অবাক হলেম ভাইয়া ।
233378
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
ছিঁচকে চোর লিখেছেন : আমার নখগুলো দেখে একটু বলবেন কোনো সমস্যা আছে কিনা। মানে কপালে বউ আছে কিনা। Sad Sad Sad

১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
180030
প্রবাসী আশরাফ লিখেছেন : চোরের হাত দেইখ্খা খুব একটা ফায়দা (অর্থপ্রাপ্তি) হইবো বলে মনে অইতাছেনা।তাও, ফাও প্রেসক্রিপন দিতে হচ্ছে কারন বিডি ব্লগের সম্মানিত ছিঁচকে চোর বলে কথা।Tongue

আগামী পাঁচ বছরের মধ্যে বিবাহ হবার কোন সম্ভাবনা নাইক্কা। Tongue
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
180034
ছিঁচকে চোর লিখেছেন : ও মোর খোদা এউয়া মোর কি হুনাইলেন। আপনার মতো জোতিষ্যির কপালেই বউ নাই। Surprised Surprised Surprised
১০ জুন ২০১৪ রাত ০৯:৩৬
180069
আহ জীবন লিখেছেন : হু বউতো আছেই লগে পদবী সহ জুটতে পারে। পদবী কি বুইজালন।Winking Winking Winking Winking Winking Winking Winking Winking Winking Tongue Tongue Tongue Tongue Tongue
১০ জুন ২০১৪ রাত ১০:১৭
180073
আহ জীবন লিখেছেন : ছিঁচকা চোর ভাই, প্রস্রাবের রঙ নিয়া কেউ পোস্ট দিলে এই কাম করেন না দয়া কইরা।
233383
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : ভালো লাগলো
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
180031
প্রবাসী আশরাফ লিখেছেন : ছোট্ট করে মনের ভাব ব্যাক্ত করার জন্য শুভেচ্ছা রইলো।
233421
১০ জুন ২০১৪ রাত ১০:০৯
মাটিরলাঠি লিখেছেন : আমার কোনটার সাথে মিল্লনা। কি করা যায় বলেনতো?

পোস্টটি ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ।
১১ জুন ২০১৪ সকাল ১০:২৫
180220
প্রবাসী আশরাফ লিখেছেন : মনে হচ্ছে আপনার নখ স্বাভাবিক রং ধারন করছে এবং আপনি সুস্থ্যই আছেন।
233443
১০ জুন ২০১৪ রাত ১১:০৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : রাহ’বার+ইমরান দাদার হাতুড়ি পেটা খাইতে খাইতে আমার নখ এর অবস্থাতো বুঝাই যাচ্ছে না, আঙ্গুল সহ থেতলে গেছে Sad Sad Crying Crying Crying Crying আমি এখন কি করি? Frustrated Time Out Frustrated Time Out Frustrated Time Out
১১ জুন ২০১৪ সকাল ১০:২৬
180221
প্রবাসী আশরাফ লিখেছেন : একটা সহজ সমাধান আছে কিন্তু আপনি তা মানবেন বলে মনে হয়না। হাতের সবগুলো আঙুলের নখ পর্যন্ত অগ্রভাগ কেটে ফেলুন দেখবেন রা'হবার+ইমরান দাদারা আর আপনার নখে হাতুড়ি পেটা করতে পারবেনা। Tongue
১১ জুন ২০১৪ বিকাল ০৫:৫১
180405
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওরের বাপ্রে.... এটা কি বুদ্ধি Crying Crying Crying আমি মন্তব্যটা করার আগে ভাবছিলাম, এমন জবাব আসতে পারে...... এখনতো দেখি আমার ধারনা বাস্তবে ধরা দিলো..... Time Out Time Out Time Out Time Out

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File