আল মাহমুদও একজন কবি মানুষ....
লিখেছেন লিখেছেন অনন্যা ২৮ মার্চ, ২০১৪, ০৪:০০:৫৫ বিকাল
খেলাঘর ভাঙতে এসে এক ব্লগার সেদিন আল-মাহমুদ ও তসলিমা নাসরিনকে এক করে ফেললেন....অনুরোধ জানাব বিচূর্ণ আয়নায় কবির মুখ ও যেভাবে বেড়ে উঠি পড়ে দেখার জন্য...তার পর মন্তব্য করবেন। কয়েকদিন আগে ভারতে আল মাহমুদের 'জলবেশ্যা' গল্প অবলম্বনে একটি সিনেমা বানিয়েছে নাম 'টান' ছবিটার বিষয়ে কবিকে প্রশ্ন করা হয় আলোকিত বাংলাদেশ পত্রিকা থেকে কবি বলেন, 'এরকম ঘটনা ঘটে বিধায় তখন লিখেছিলাম'।
লেখক-কবিরা যা লিখে যান তারপর তা আর তার নিজের থাকেনা আপন মতাদর্শ পরিবর্তন হলেও পূর্বাদর্শের লেখা তিনিতো আর বাতিল করার ক্ষমতা রাখেন না। তবে কবি আপনার আমার মত একজন পাঠককে উদ্দেশ্য করে একটি প্রবন্ধ লিখেছেন সেখানে যা লিখেছন :
'এদেশে একটা রেডিকেল সংবাদপত্র সম্পাদনা করতে গেলে যা হয় আমার ভাগ্যেও তাই ঘটলো অর্থাৎ বিনা কারণে আমার জেল হয়ে গেল। আমি এক বছর বিনা বিচারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক থাকার সময় হঠাৎ আমার পিতার আদেশ পালনের সুগোগ পাই। অর্থাৎ একখণ্ড পবিত্র কোরআন আমার স্ত্রী আমাকে জেল খানায় দিয়ে এলে আমি তা অর্থসহ আদ্যোপান্ত পাঠকরা শুরু করি। আর প্রথম পাঠেই আমার শরীর কেঁপে ওঠে। এর আগে কোন গ্রন্থ পাঠে আমার মধ্যে এমন ভূমিকম্প সৃষ্টি হয়নি। যেন এক অলৌকিক নির্দেশে আমার মস্তক লুটিয়ে পড়ে। প্রিয় শাহরিয়ার, এভাবেই আমি এক বিভ্রান্তি থেকে আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন। এখন যদি আমার এই পবিত্র প্রত্যাবর্তনের কথা আমার কাব্যে (রচনায়) উত্থাপন করি, শাহরিয়ার তুমি কি তা পড়বে না ?'
‘কবির আত্মবিশ্বাস’ প্রবন্ধের নাম 'প্রিয় শাহরিয়ার' তাই বলব তিনিও একজন কবি মানুষ...
এরপর সিদ্ধান্ত আপনার...
বিষয়: বিবিধ
১৮৭০ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নারী দেহের স্তনের বর্ণনা দিতে বিদ্যাপতি রাধিকার স্তনকে বলেছিলেন -"হেম কমলন জনি অরুণিত চঞ্চল ।
চটি কবি নারী স্তনের সৌন্দর্য যেভাবে কল্পনা করেন -
* শঙ্খমাজা স্তনদুটি মনে হবে শ্বেতপদ্ম কলি (সিম্ফোনি : লোক লোকান্তর)
*তার দুটি মাংসের গোলাপ থেকে নুনের হাল্কা গন্ধ আমার
(চক্রবর্তী রাজার অট্রহাসি : মায়াবী পর্দা দুলে ওঠে)
এই যদি হয় আপনাদের কবির আসল চেহারা তবে থুথু দেই সেই কবিকে
আল-মাহমুদের কবিতার এ লাইনগুলো আপনার চোখে পড়েনি...
"স্মৃতির মেঘলাভোরে শেষ ডাক ডাকছে ডাহুক
অদৃশ্য আত্মার তরী কোন ঘাটে ভিড়ল কোথায়?
কেন দোলে হৃদপিণ্ড, আমার কি ভয়ের অসুখ?
নাকি সেই শিহরণ পুলকিত মাস্তুল দোলায়!
আমার যাওয়ার কালে খোলা থাক জানালা দুয়ার
যদি হয় ভোরবেলা স্বপ্নাচ্ছন্ন শুভ শুক্রবার।"
ও স্যরি আপনিতো আবার অখাদ্যেরই খাদক...
তারপর তুলতে চাও কামের প্রসঙ্গ যদি নারী
খেতের আড়ালে এসে নগ্ন করো যৌবন জরদ
শস্যের সপক্ষে থেকে যতটুকু অনুরাগ পারি
তারো বেশী ঢেলে দেবো আন্তরিক রতির দরদ ।
( সোনালী কাবিন- সনেট ১০ )
মন্তব্য করতে লগইন করুন