তালেবান আইএসদের মার্কিনি ইসলাম আর আমরা?
লিখেছেন লিখেছেন অনন্যা ১৬ ডিসেম্বর, ২০১৪, ০৯:৩৬:৪৯ রাত
আজ তালেবান পাকিস্তানে যে বর্বরতা দেখালো। তাতে স্পষ্ট বোঝা যায় মার্কিন সম্রাজ্যবাদীরা যে কথিত ‘ভয়াবহ’ ইসলামের কথা বলে তারা তারই রিপ্রেজেন্টিভ।
যুদ্ধের সময় নারী-শিশু বৃদ্ধ এমনকি গাছ কাটতেও রাসুল (সা’) নিষেধ করেছেন আর এরা স্কুলে ঢুকে শত শিশু হত্যা করে।
যুদ্ধের ময়দানে জীবন দেয়া আর নিরীহ মানুষের মাঝে আত্মঘাতী হওয়া এদের কাছে সমান কাজ!
এদের ইলম দেখে অবাক হতে হয় ইসলাম মানবিকতা শেখায়...একজন মানুষকে হত্যা পুরো মানবজাতিকে হত্যা।
তাই এদের ইসলামকে ভুল করেও ইসলাম বলা যায় কি?
আর আইএস নামক একটা সংগঠন আবার বিধর্মী নারীদের ‘যৌন দাসী’ বানানোর ফতোয়া দিচ্ছে।
এরা আল্লাহর কাজে নিয়োজিত সৈনিক এদের নারী দরকার!
এদের বিরুদ্ধে গোটা পৃথিবীর সকল মুসলিমকে সোচ্চার থাকতে হবে। নইলে ইসলামকে কলঙ্কিত করার মিশনে এরা সফল হবে।
চেষ্টা না করলে আল্লাহও সাহায্য করে না মনে রাখতে হবে।
বাংলাদেশের মসজিদে মসজিদে এদের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে। প্রচারণা চালাতে হবে।
বিষয়: বিবিধ
১৩৩৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : ইসলামের জলবায়ুতে কি মাদকতা মিশে আছে যে তাতে শুধু সন্ত্রাস উর্বর হয়? মুলত ইসলামের বিষধর শাপ যেখানে শাখা প্রশাখা বিস্তার করে সেখানেই হত্যা, ধর্ষন। এ থেকে মুক্তির পথ নেই।A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন