তসলিমাকে তোমরা ভুলে যেওনা...

লিখেছেন লিখেছেন অনন্যা ১৪ জুন, ২০১৫, ০৭:২২:৪৯ সন্ধ্যা



কয়েকদিন আগে বাংলাদেশের এক ব্লগারকে নিয়ে দেখলাম তার ফেসবুক স্টাটাস...আজ আনন্দবাজারে একটা আক্ষেপময় লেখা...বাংলাদেশ প্রতিদিনসহ বেশ কিছু পত্রিকা তার পুনর্বাসনের দিকে মনোযোগী...

তার আজকের লেখার কয়েকটা লাইন...‘ধর্মানুভূতিতে আঘাত দেওয়া অন্যায়? মুশকিলটা ঠিক এই জায়গায়। লক্ষ করেছি, এটা মেনে নিতে গণ্যমান্য মনীষীদেরও অসুবিধে হচ্ছে যে, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়াটা অন্যায় নয়।

অনুভূতিতে কোনও রকম আঘাত ছাড়াই পুরো জীবনটা কাটিয়ে দিতে চাওয়ার দাবিই বরং অত্যন্ত অন্যায় দাবি।’

শিরোনাম :কেন আমেরিকায় এলাম

এখানে তার সম্পর্কে সুন্দরভাবে জানা যাবে...ভাবছি তার নির্বাচিত কলাম ‘ক’ বইটা পাড়ে কিছু বিষয় সামনে তুলে ধরে আনবো...যেখানে সৈয়দ শামসুল হক, মিলন এদের অনেক বিষয় আছে...

তসলিমা এখন নিরেশ্বরবাদী ব্লগারদের পক্ষে ব্যাপক কথা বলছে...তাই সত্যের পক্ষে ইসলামি আদর্শে অনুপ্রাণিত ব্লগারদের এদের ভুলে গেলে চলবে না...লেখার জবাব লেখা...ব্লগিং এর জবাব ব্লগিং...

তার সাম্প্রিতক একটা স্টাটাস....

‘আসিফের সঙ্গে আমেরিকায় “রিজন ফর চেঞ্জ” কনফারেন্সে দেখা। আসিফ এখন খুব ভাল বক্তৃতা দেয়, ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছে সেক্যুলার পৃথিবীতে। ওকে অনেকদিন পরে দেখে খুবই ভাল লাগলো। বাংলাদেশের ব্লগারদের নিরাপত্তার জন্য ও চেষ্টা করছে। আমিও আমার মত করে চেষ্টা করছি। আমাদের সম্মিলিত প্রচেষ্টা বাংলাদেশি ব্লগারদের কাজে লাগবে, এটাই প্রত্যাশা। আমরা এখনও স্বপ্ন দেখছি, বাংলাদেশ একটা সুন্দর ও নিরাপদ দেশ হয়ে উঠবে, যেখানে নিরীশ্বরবাদী ব্লগাররা স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে পারবে।’

বিষয়: বিবিধ

১৩৩১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325819
১৪ জুন ২০১৫ রাত ০৮:১৭
ইসলামী দুনিয়া লিখেছেন : তসলিমার সাথে আসিফ ছোকরাটার দেখছি ভালোই মিল। মানে ......মাস্তুত ভাই।
325883
১৫ জুন ২০১৫ রাত ১২:৫৯
আব্দুল জাব্বার লিখেছেন : মাইলারা.......।
325959
১৫ জুন ২০১৫ বিকাল ০৫:৪৭
হতভাগা লিখেছেন : আসিফ - তসলিমা !! খেলা জমবে বেশ ।

শারিরীক আঘাত দেওয়া যেমন অন্যায় তেমনি মানসিক আঘাতও অন্যায়ের মধ্যে পড়ে । কারণ শারিরীক আঘাতের চেয়ে মনের আঘাত অনেক গভীর।

তসলিমা - আসিফদের ধর্মপ্রান মানুষদের মানসিক আঘাত দেওয়াটা যদি অন্যায় মনে না হয় তাহলে সে সব মানুষও মনে করতে পারে কাউকে শারিরীক আঘাত করা কি অন্যায় ?

ওদের যেমন অস্ত্র আছে ''কথা বলে আঘাত দেবার'' তেমনি অন্য কারও হাত আছে তার উত্তর দেবার ।
328820
০৬ জুলাই ২০১৫ সকাল ০৭:৩৫
রক্তলাল লিখেছেন : এদের মত কীট পতঙ্গ আসবে যাবে।

এদের ভনভনকে হাইলাইট করার কোনই প্রয়োজন নেই।

৫ হাজার আগে মুসা(আঃ) ২ হাজার বছর আগে ঈসা(আঃ) দেড় হাজার বছর আগে সেরা নবী মুহাম্মদ (সাঃ) যেভাবে এক আল্লাহর প্রদত্ত আলো বহন করে এসেছেন - সে আলো এসব নিকৃষ্ট উদ্বৃত্তদের কারণে কিছু হবেনা।

এদের চেয়ে অনেক বড়বড় জাহেল, দার্শণিক নামক নাস্তিকেরা যুগে যুগে এসেছে, তাতে কি নিভেছে রহমতের আলো।


এদের খুব পাত্তা দেওয়া ঠিক নয় Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File