নবী (সা) রওজা সরানোর খবরটাই ষড়যন্ত্র

লিখেছেন লিখেছেন অনন্যা ০২ সেপ্টেম্বর, ২০১৪, ১০:০৭:৫৫ রাত



এমন একটা ষড়যন্ত্রমূলক খবর প্রচার হচ্ছে। অহেতুক মুসলমানদের অনুভূতিতে আঘাত দিয়ে তাদের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য। এর কারণ সোজা ইসরাইল বিরোধী যে সেন্টিমেন্ট মুসলিম বিশ্বে গড়ে উঠেছে। তা ইহুদিবাদীদের জন্য বড় উদ্বেগের বিষয়। তালেবান বানিয়ে তাদের বানিয়েছে সন্ত্রাসী এর পর আইএসকে পয়দা করেছে মুসলমানদের বিরুদ্ধে আর একটা ইস্যু তৈরি করার জন্য।

তবে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বের মানুষ ইসরাইলের বিরুদ্ধে যে ধিক্কার জানিয়েছে তা মানুষের হৃদয় নিসৃত ঘৃণা আর তা কোন এজেন্ডা দিয়েই দূর করা সম্ভব না।

হাস্যকর হলো বাংলাদেশের বাম মিডিয়া বিডি নিউজ এর লিড নিউজ এটাClick this link

বাদ দিলনা শীর্ষ নিউজও Click this link

কেউ একটু চিন্তাও করলো না রাসুল কর্তৃক স্বীকৃত তিনটি জিয়ারতের জায়গা

মসজিদুল হারাম, মসজিদে আকসা ও মসজিদে নববী।

রওজা শরীফ জিয়ারত নিয়ে অহেতুক শিয়া সুন্নি বিরোধ সৃষ্টির অপচেষ্টা চলছে...

মিডিয়া নিয়ন্ত্রণে থাকলেই সব কিছু মানুষকে খাওয়ানো যায় না...মানুষ পশুর মত যা তা খায় না...

বিষয়: বিবিধ

২০৫৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

260966
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৮
মোতাহারুল ইসলাম লিখেছেন : ধন্যবাদ
260967
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৯
বুড়া মিয়া লিখেছেন : হুম
260977
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৯
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : এটি ষরযন্ত্রের কিছুই না কারণ নবী (সা.) রওযা মুবারাক সরানোর মত না। আর ষরযন্ত্র করলেও লাভ নেই বিভ্রান্ত ছড়াবেইনা।
260982
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যতটুক জানি রাসুল (সাঃ) এর হাদিস রয়েছে যে সকল নবিকে তার মৃত্যুর স্থানেই দাফন করা হয়েছে। এছাড়া রওজা বলতে বুঝায় হাদিস অনুসারে রাসুল (সাঃ) ঘর অর্থাত বর্তমান কবর থেকে তার মিম্বর অর্থাত বর্তমান মাসজিদে নববি এর মিম্বর পর্যন্ত স্থান টিকে রওজাতুজজান্নাত বা বেহেশত এর একটুকরা অংশ বলা হয়েছে। এটি সরানর কোন প্রয়োজন আছে বলেও তো মনে হয়না। যরা এই নিয়ে শিয়া-সুন্নি বিরোধ সৃষ্টির চিন্তা করছেন রাসুল (সাঃ) এর সাথে সেখানে হযরত আবুবকর (রাঃ) ও হযরত উমর(রাঃ) এর কবর ও আছে। নিউজটির উৎস সম্পর্কেও যথেষ্ট সন্দেহ আছে।
260990
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:০৮
সজল আহমেদ লিখেছেন : আজকে এই খবরটা শুনতে শুনতে কান ঝালাফালা হয়ে গেছে ।
এই খবরটা ছড়ানো হয়েছে রেডিও তেহরান থেকে( bangla.ir.ib )
সৌদী ওয়াহাবি মাযহাবের বাদশাহ্ এতই বোকানা যে নিজেই নিজের বিপদ ডেকে আনবেন ক্লিয়ার ?
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:২০
204898
গ্রামের পথে পথে লিখেছেন : নবীর কবর সরিয়ে নিলে সমস্যা কি, আপনারা তো মাজার পুজার বিপক্ষে।
260998
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২৮
ক্যান্টরের ধুলা লিখেছেন : হতেও পারে, নবী (সা) রওজা সরানোর খবরটাই ষড়যন্ত্র। এটা একটা অনুমান মাত্র। কিন্তু আপননি বাংলাদেশী যে দুইটা নিউজ মিডিয়াকে খবরটিকে প্রচার করার কারনে মিডিয়া দুটিকে হাস্যকর বলছেন। তারা কিন্তু কোন অনুমানে নিউজটি করেননি, কারন মূল নিউজটি কিন্তু করেছে এখানে। তো তাদের নিউজটিকেও কি আপনি হাস্যকর বলবেন? যাহা কিছু রটে তাহার কিছু বটে।

http://www.independent.co.uk/news/world/middle-east/saudis-risk-new-muslim-division-with-proposal-to-move-mohameds-tomb-9705120.htm
260999
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩০
ক্যান্টরের ধুলা লিখেছেন : হতেও পারে, নবী (সা) রওজা সরানোর খবরটাই ষড়যন্ত্র। এটা একটা অনুমান মাত্র। কিন্তু আপননি বাংলাদেশী যে দুইটা নিউজ মিডিয়াকে খবরটিকে প্রচার করার কারনে মিডিয়া দুটিকে হাস্যকর বলছেন। তারা কিন্তু কোন অনুমানে নিউজটি করেননি, কারন মূল নিউজটি কিন্তু করেছে Click this link। তো তাদের নিউজটিকেও কি আপনি হাস্যকর বলবেন? যাহা কিছু রটে তাহার কিছু বটে।
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:২০
204899
গ্রামের পথে পথে লিখেছেন : নবীর কবর সরিয়ে নিলে সমস্যা কি, আপনারা তো মাজার পুজার বিপক্ষে।
261028
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৪৭
261048
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৩৫
কাহাফ লিখেছেন : সাউদিতে এ বিষয় টা নিয়ে কোন আলোচনা চলছে কী........?প্রবাশীরা জানাবেন।
১০
261058
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:১৯
গ্রামের পথে পথে লিখেছেন : নবীর কবর সরিয়ে নিলে সমস্যা কি, আপনারা তো মাজার পুজার বিপক্ষে।
১১
261074
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:৫৯
মাহফুজ আহমেদ লিখেছেন : আপনি একদম ঠিক বলছেন।
১২
261085
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৫৪
চোরাবালি লিখেছেন : এটা অবশ্যই একটা ষড়যন্ত্র।

একটা সাধারণ বিষয়- সৌদি সরকার বিলিয়ন ডলার ইনকাম করছে প্রতিবছর এখান থেকে। সৌদি সরকারকে কি ভুতে কামড় দিছে নাকি যে এই কাজ করবে????
১৩
261295
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২১
অনন্যা লিখেছেন : বিপদে আছি বিপথের ব্লগারদের নিয়ে...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File