////////// জজমান বাড়ি/////////////
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৪ জুন, ২০১৫, ০৭:২৫:৩১ সন্ধ্যা
জজমান বাড়ি
দেশের মানুষ খুশিতে ব্যাকুল,
কেউ গাঁথে মালা কেউ তোলে ফুল৷
পূজারী কেবল করে ঘর বার,
দেবতা নামিবে কুটীরে তাহার৷
বিল্ব তুলসীর করো আয়োজন,
গঙ্গার জলেতে ধোয়াব চরণ৷
শাড়ীর আঁচলে যতনে মুছাব,
ও পাদ পদ্মে নিজেরে লুটাব৷
হয় যদি তাতে যোগ্য সম্মান,
নিমেষে নিজেরে দিব বলীদান৷
উঁচু করে যত বাঁধিও তোরণ,
ফরাশ বিছায়ো ফেলিতে চরণ৷
জঞ্জাল যত দূর করিও দূরে,
দেখিবেন তিনি চারিদিক ঘুরে৷
ফুলের আঁচড় লাগিতে না পায়,
প্রহরীরা যেন ঝিমিয়ে না যায়৷
শক্ত ঝুলি বুনিও যতন করে,
প্রাপ্তি অঢেল হবে, রাখিব ধরে৷
আহার নিদ্রা ভুলে চামচারা যত,
কাঙ্খিত দিন অবগননায় রত৷
অবশেষে উদ্বেগ হল অবসান,
পদধুলী লয়ে এলেন সে মহান৷
কত তোড়জোড় কত হাঁক ডাক,
কত উলুধ্বনি বাজিল কত শাঁখ৷
জজমান বাড়ি সারিয়া ভ্রমন,
গাঁঠরী বোঁচকা বাঁধিয়া বামন,
মহা সমারহে ফিরে গেল দেশে৷
হিসাব নিকাশ মিলে গেল শেষে৷
গর্বিত মোরা সে পদধূলী লয়ে,
বাঁচিতে বাধা নাই আশ্রিত হয়ে৷
টরোন্ট/১৪/০৬/’১৫
বিষয়: বিবিধ
১২৩০ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো অনেক ধন্যবাদ
বই বেরুনোর কথা ছিল, বেরিয়েছে নাকি?
অনেকদিন ব্লগের বাইরে ছিলাম, তাই অনেক কিছুই জানিনা।
ছড়াটি অন্নেক সুন্দর হয়েছে। আমি অনেক শব্দের অর্থই জানিনা। যেমন, বোঁচকা। মূল কথা কি "সবার বেঁচে যে প্রানন্তকর চেষ্টা" সেটি বোঝানো হয়েছে?
আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
তবে সত্য কথা কিন্তু মোদীর আগমনে আমাদের দেশ ধন্য হয়ে গেছে।
তবে এটা আমার কথা না বা*দের কথা
কবিতায় আসলেই আপনার জুড়ি মেলা ভার! শুকরিয়া!
মন্তব্য করতে লগইন করুন