আলোচিত কুলাংগার পুলিশের -কমিশনার মনিরুল ইসলাম-যার ছত্রছায়ায় ঢাকা শহরের বিএনপি- জামায়াতের লোকজন গুম হয়
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৪ জুন, ২০১৫, ০৮:০৯:৩৪ রাত
এমপির ছেলেকে ছাড় দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের -কমিশনার মনিরুল ইসলামের বিরুদ্ধে।
যেই রনি মদ্যাপ্ত অবস্থায় পিস্তুল দিয়ে গুলি ছুড়ে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলীকে হত্যা করেছে।
এই রনির পরিচয় হলো মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি পিনু খানের ছেলে ।
মনিরুল ইসলাম নামক কুলাংগারগুলির কারনে ঢাকা শহরের বিএনপি জামায়াতের হাজার নেতা কর্মী জেলে গেছে পংগু হয়েছে গুম হয়েছে।
বড় কোন অভিযোগ যখনই উঠেছে আইওয়াসের মতো তদন্ত করে আজ কাল পরশু তরশু করতে করতে ধামাচাপা দিয়েছে।
সাগররুনির হত্যাকান্ডের মতো আলোচিত ঘটনা যখনই আওয়ামিলীগের লোকজনের নাম এসেছে তখনই সেটাতে ঘড়ি মসি শুরু করেছে। এবং ঘটনাকে বস্তাবন্দি করে লুকায়ে রেখেছে।
এদের মনে রাখা উচিত ওদের জাতীর পিতার হত্যার বিচার এবং কথিত মানবতাবিরোধী অপরাধের বিচার যদি দির্ঘ দিন পরে করতে পারে সেই জনগন এই সকল ঘটনার জন্য একবিন্দু পরিমান ছাড় দিবে না । শুধু ক্ষমতার পটপরিবর্তনের অপেক্ষা।
এই রকম পাচাটা কুলাংগারগুলি নির্বাচন কমিশনের মতো গুরুত্বপুর্ন পদেও আছে ।
আমরা অপেক্ষায় থাকলাম। আমাদের নেতাদেরকে ধরার সাথে সাথে মাসের পর মাস রিমান্ড দেয় অথচ খুনিকে গ্রেফতারের পর ৫ দিনের রিমান্ড চাইলো তাতে ৩ দিনের রিমান্ড কবুল করলো !
মগের মুল্লুক !!
বিষয়: বিবিধ
১০৫৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইনশাআল্লাহ এই জাতীয় যতগুলি ইতর আছে তাদের কোন ক্ষমা হবে না ।
ভাল লাগার জন্য আপনাকে ধন্যবাদ
কারন এরা পুলিশের ছত্রছায়ায় নিজেরা সকল অপকর্ম করে অহরহ। পুরাতন নিয়োগপ্রাপ্তরা দেখেও চুপ থাকা লাগে কারন সকল বিভাগে দায়িত্বের বাইরে কিছু অতিরিক্ত নিয়োগ থাকে যেইগুলি গোপালীর গোয়েন্দা
জাজাকাল্লাহ
ইনশাআল্লাাহ আমরা অপেক্ষায় থাকবো এবং বিজয় আমাদের হবেই
মন্তব্য করতে লগইন করুন