কষ্টের দিনগুলি
লিখেছেন লিখেছেন অন্য চোখে ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৫৯:২৮ দুপুর
তুমি পষ্ট করে আমায় কষ্ট দিয়েছ
আমার কষ্ট দেখে তুমিও কি কষ্ট পেয়ছ?
আমি কেঁদেছি শুধু সেই কি কান্না
তুমিও কি ভেবছ মনে ঢের হয়েছে, আর না।
তুমি পষ্ট করে আমায় কষ্ট দিয়েছ
আমার কষ্ট দেখে তুমিও কি কষ্ট পেয়ছ।।
আমি ভেসেছি শুধু ছিলাম ভাসমান
আমার দুচোখ শুধু দেখেছে আসমান
আমি তোমায় ভেবেছিলাম কিনা, সেটা বলবনা
তুমি আর কখনোই জানবেনা, কিসে আমার যন্ত্রনা।
তুমি পষ্ট করে আমায় কষ্ট দিয়েছ
আমার কষ্ট দেখে তুমিও কি কষ্ট পেয়ছ।।
আমি হয়তো আর পাইনি ঠিকানা
কোথায় বন্দর আমার জানা ছিলনা
আমি পথ ভুল করে, কত পথেই ঢুকে পড়ি
তবুও আমি ভুল করে, যাইনা তোমাদের বাড়ি।
তুমি পষ্ট করে আমায় কষ্ট দিয়েছ
আমার কষ্ট দেখে তুমিও কি কষ্ট পেয়ছ।।
হয়তো তুমি বেশ আছো, তোমার মতন
তোমার বর খুব করে, তোমার যতন
আমার না'হয় দেখার আর রইলনা কেউ
কোথায় রাত কোথায় কাত, ঠিক জানিনা তা-ও।
তুমি পষ্ট করে আমায় কষ্ট দিয়েছ
আমার কষ্ট দেখে তুমিও কি কষ্ট পেয়ছ।।
বিষয়: বিবিধ
১২২৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি অনেক অনেক ভাল আছি।
বউ এর ঠিকানায় চিঠি লিখ
মন্তব্য করতে লগইন করুন