কষ্টের দিনগুলি

লিখেছেন লিখেছেন অন্য চোখে ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৫৯:২৮ দুপুর



তুমি পষ্ট করে আমায় কষ্ট দিয়েছ

আমার কষ্ট দেখে তুমিও কি কষ্ট পেয়ছ?

আমি কেঁদেছি শুধু সেই কি কান্না

তুমিও কি ভেবছ মনে ঢের হয়েছে, আর না।

তুমি পষ্ট করে আমায় কষ্ট দিয়েছ

আমার কষ্ট দেখে তুমিও কি কষ্ট পেয়ছ।।

Rose

আমি ভেসেছি শুধু ছিলাম ভাসমান

আমার দুচোখ শুধু দেখেছে আসমান

আমি তোমায় ভেবেছিলাম কিনা, সেটা বলবনা

তুমি আর কখনোই জানবেনা, কিসে আমার যন্ত্রনা।

তুমি পষ্ট করে আমায় কষ্ট দিয়েছ

আমার কষ্ট দেখে তুমিও কি কষ্ট পেয়ছ।।

Rose

আমি হয়তো আর পাইনি ঠিকানা

কোথায় বন্দর আমার জানা ছিলনা

আমি পথ ভুল করে, কত পথেই ঢুকে পড়ি

তবুও আমি ভুল করে, যাইনা তোমাদের বাড়ি।

তুমি পষ্ট করে আমায় কষ্ট দিয়েছ

আমার কষ্ট দেখে তুমিও কি কষ্ট পেয়ছ।।

Rose

হয়তো তুমি বেশ আছো, তোমার মতন

তোমার বর খুব করে, তোমার যতন

আমার না'হয় দেখার আর রইলনা কেউ

কোথায় রাত কোথায় কাত, ঠিক জানিনা তা-ও।

তুমি পষ্ট করে আমায় কষ্ট দিয়েছ

আমার কষ্ট দেখে তুমিও কি কষ্ট পেয়ছ।।

বিষয়: বিবিধ

১২২৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178461
১৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনার কষ্ট দেখে আমার কান্না আসে নাই। Tongue
আমি অনেক অনেক ভাল আছি। Big Grin Big Grin
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৫
134420
অন্য চোখে লিখেছেন : ভাল আছি ভাল থেকো
বউ এর ঠিকানায় চিঠি লিখ
178470
১৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০২
ভিশু লিখেছেন : Rolling Eyes Rolling Eyes Rolling Eyes
Broken Heart Broken Heart Broken Heart
Sad Sad Sad
Day Dreaming Day Dreaming Day Dreaming
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৫
134421
অন্য চোখে লিখেছেন : থেঙকু ভাইযান
178479
১৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪০
সিটিজি৪বিডি লিখেছেন : সারাদিন্ এত কবিতা ক্যামনে লিখেন ভাই.. আর কোন কাম নাই। আপনার বস কি কবিতা পড়ে?
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৬
134422
অন্য চোখে লিখেছেন : কবিতফোবিয়ায় পড়ছি
178593
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৪
শিকারিমন লিখেছেন : এতো কষ্ট কেন ভালবাসায় ............
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৬
134423
অন্য চোখে লিখেছেন : জানিনাতো
179793
২০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৫
পবিত্র লিখেছেন : Broken Heart Broken Heart Sad Sad Rolling Eyes Rolling Eyes
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৬
134424
অন্য চোখে লিখেছেন : খুব করে ধন্যবাদ রইল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File