২০১৩ সালের “রেশমা” নাটক আর ২০১৪ সালে “তালেবানের ভিডিও বার্তা” নাটক ৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:০৭:৪৩ বিকাল



এই কেমন আল কায়দার ভিডিও !!! আল কায়দা যদি কোনো ভিডিও বার্তা দেয়, তাহলে সেটা প্রথমেই কাতার ভিত্তিক টিভি চ্যনেল আল-জাজিরাকে দেয়, আল জাজিরা প্রচার করার পর তা বিশ্বের অন্য সব বড় চ্যানেল যেমন CNN, BBC NDtv সহ অনান্যরা প্রচার করে ৷ এবং সেই ভিডিও বার্তাটি অবশ্যই তালেবান বা আল কায়দার নিজস্য ওয়েব সাইটে আপলোড করা হয় ৷

আমাদের দেশে নাকি তালেবান ভিডিও বার্তা পাঠিয়েছে !! কিন্তু দুঃখ জনক বিষয় হলো এই ভিডিও বার্তার খবরটি আল জাজিরা, CNN, BBC সহ কোনো চ্যনেলই এখন পর্যন্ত পাননি !! খবরটি পেয়েছে শুধু আমাদের দেশের এক কুত্তার টিভি (৭১টিভি) ও বাংলামেইল২৪ ডট কম !!

এবং কি তালেবানের অফিসিয়াল ওয়েব সাইটেও এই ভিডিও বার্তার কোনো হদিস নেই !!

আওয়ামীরা নাটক সাজিয়েছেন খুব ভালো ভাবেই, তবে চিত্রনাট্য টা একটু দুর্বল হয়েছে, আমরা আওয়ামীদের থেকে এমন দুর্বল চিত্রনাট্য আশা করিনি, কারন তাদের সাথে বর্তমানে ভারতীয় চিত্রনাট্যকারেরাও আছে তার পরেও এমন দুর্বল চিত্রনাট্য দিয়ে তৈরী নাটক কি মেনে নেয়া যায় ?

“রেশমা” নাটক রিলিজ হওয়ার সময়ও আমি বুবুকে বার বার বলেছিলাম যে এমন দুর্বল চিত্রনাট্য গ্রহনযোগ্য নয়, তার পরেও বুবু সাবধান হলেননা !! তবে এটা বলতেই হয় “রেশমা” নাটকের চেয়ে কিছুটা হলেও ভালো হয়েছে, এই জন্য বুবু অবশ্যই একটা ধন্যবাদ পাওয়ার অধিকার রাখে, ধন্যবাদ বুবু এমন একটা রোমাঞ্চকর নাটক মগদা বাঙালিকে উপহার দেয়ার জন্য৷

বিষয়: বিবিধ

১৭৮৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178469
১৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০২
ভিশু লিখেছেন : যারা বুঝার তাঁরা বুঝে নিয়েছেন!
178508
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নাটক কিন্তু সাজিয়েছে অনেক যত্ন করে
178590
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৯
শিকারিমন লিখেছেন : নট আর নটিরা যদি ক্ষমতার মসনদে থাকে , তাহলে এসব নাটক তো দেখতে হবে।
আপনি বিশ্বাস করেন আর নাই করেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File