আজ দু'জনার দুটি পথ দু'টি দিকে গেছে বেঁকে.......( ১৮)

লিখেছেন লিখেছেন অন্য চোখে ১৭ এপ্রিল, ২০১৩, ১১:৪৩:০৮ সকাল



আগের পর্ব : ১৭..Click this link

মাস তিনেক হয়ে গেল রুমির সাথে আর যোগাযোগ রাখা হয়ানি, তারপর একটা কাকতালিয় ব্যাপার ঘটল, ইমতিদা আমাকে একদিন দুষ্টামি করে বলল আজ অফিস শেষে আপনার হবু মামা শ্বশুর এর বাসায় যাব, যাবেন নাকি? তার মানে রিমিদের বাসায় যাবে, বললাম হুম যাব। ব্যাপার হল রিমি নতুন পিসি কিনেছে এবং ওটা কিনে দিয়েছে ইমতিদা, এখন ওখানে ইন্টারনেট এর আয়োজন করতে হবে, গননেট ডায়ালআপ সেটিং এর ব্যাপারে ইমতিদা নিজেই গিয়ে ঠিক করে দিয়ে আসবেন, সেই সূত্রে রিমিদের বাসায় যাওয়া। আমি প্রথমে ভেবেছিলাম ইমতিদা আমার সাথে দুষ্টামি করছে, পরে দেখি সত্যি সত্যিই যাওয়া হচ্ছে।

@

অফিস শেষে সন্ধার পর আমরা রিমিদের বাসায় গেলাম, কলিংব্যাল টিপতেই রিমি এসে দরজা খুলে দিল, ইমতিদাকে ভেতরে আসেন বলেই চোখে চোখ পড়ল আমার সাথে, হা করে কয়েক সেকেন্ডা অবাক হয়ে তাকাল তারপর বলল শাকিল ভাই আপনি আসবেন কল্পনাও করিনি, ইমতিদাকে ইংগিত করে বলল আপনি এতো বড় মেহমান নিয়ে আসলেন একটু ইংগিত দেবেননা? বলে হাসতে হাসতে আমাদের ডাইনিং রুমে নিয়ে গেল, সোফায় বসলাম, রিমি তখনো হাসছে আমার দিকে তাকিয়ে, হাসিটা যেন ভেতর থেখে ধাক্কা দিয়ে দিয়েই আসছে, আর সে চাইছে কন্ট্রোল করার জন্য, আমি শুধু চুপচাপ বসেছিলাম আর মনে মনে ভাবছিলাম আমি কি সত্যিই একটা হাসির পাত্র হয়ে গেলাম!

@

চা নাস্তার আয়োজন চলছে সেই ফাঁকে ইমতিদা ভেতরে গেলেন রিমির সাথে সেটআপ এর কাজটা সেরেই পরে খাওয়া যাবে, ইমতিদাকে কাজে লাগিয়ে দিয়েই রিমি এসে বসল আমার কাছে, বলল তারপর বলেন কেমন আছেন, অফিস কেমন চলছে চিরাচরিত প্রশ্নগুলো। তারপর রিমি নিজ থেকেই আমাকে বলল দেখুন শাকিল ভাই, কম বেশি আপনাদের ব্যাপারটা আমি জানি এবং আমি রুমিকে সিরিয়াসলি জিজ্ঞাসা করেছি আপনার ব্যাপারে সে কিছু ডিসিশান নিয়েছে কিনা, কিংবা তার মতামত কি? উত্তরে সে আমাকে বলেছে আপনার যন্য ওর খুব খারাপ লাগছে কেননা আপনি ওকে খুব পছন্দ করেন কিন্তু আপনার সাথে ফিউচার কেন্দ্রিক কিছুই সে ভাবছেনা, তাই আপনি এবং রুমির শুভাকাংখী হিসেবে এটুকু বলতে পারি আপনারতো মাত্র ক্যারিয়ার শুরু ওদিকে মনোযোগ দিন, পৃথিবীতে কি শুধু রুমি আছে? অন্য কেউ নেই! আমি নিশ্চিত আপনার কপালে যার নাম লিখা আছে সে রুমির চাইতেও অধিক সৌভাগ্যবতি হবে, আপনার সম্পর্কে আমি যতটুকু জানি সেই প্রেক্ষিতে কথাটা বলছি।

@

- আমি বললাম থাক সেই সব কথা, আমার একটা কাজ করে দেবেন?

= হুম কি বলেন..

- আমার কিছু কবিতা জমেছে, আর দুইটা বাছাই করা গানের ক্যাসেট আছে, রুমিকে দেয়া যাবে? আমি ওগুলো সব সময় সাথেই রাখি, অফিস ব্যাগে, যদি কখনো দেখা হয়ে যায় তাহলে দেব বলে

= আচ্ছা ঠিক আছে, আমার কাছে রেখে যান আমি ওর কাছে পাঠিয়ে দেব অথবা আমি ভার্সিটি যাবার পথে ওর বাসা হয়ে দিয়ে আসব।

তারপর বলেন, চাকরী কেমন চলছে? অন্য কোথাও ট্রাই করছেন? নাকি এখানেই থেকে যাবেন?

- আগে মাষ্টার্স রেজাল্ট টা দিক তারপর দেখা যাবে, তাছাড়া এই কোম্পানীতো তেমন মন্দ না, ফিউচার তেমন মন্দ হবেনা বলে মনে হচ্ছে, আর জানেনইতো চাকরীর বাজার এর কি হাল অবস্থা

= আসলে একটা কথা আপনাকে বলতে চেয়েছিলাম অনেক আগেই কিন্তু আপনার সাথে তো আমার যোগাযোগ হবার কথা না তাই ওটাও বলার চান্স ছিলনা, আজকে যখন চান্স পেয়েই গেলাম তাহলে বলি

- হুম নির্দিধায় বলতে পারেন, বলুন

= আপনি কি জানেন? আপনার অফিসের চেয়ারম্যান এর সাথে রুমির বাবার একটা দ্বন্দ আছে?

- কই নাতো! কিসের দ্বন্দ?

= আপনিতো হ্যাড অফিসে বসেন, আপনাদের একটা মিল আছেনা, রুমিদের বাড়ির ওদিকটায়, ওখানে আপনাদের মিল এর পাশেই যে হাই স্কুলটা আছে রুমির আব্বু সেই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, আপনাদের চেয়ারম্যান চাচ্ছে স্কুলটা ওখান থেকে উঠিয়ে দিয়ে অন্য কোথাও করে দেবেন, স্কুল এর জন্য ওনি মিল এক্সটেনশান এর কাজ করতে পারছেননা, রুমির বাবাও নাছোড় বান্দা, স্কুল এর বেশ কিছু জায়গা রুমির দাদা স্কুল এর জন্য দান করে গেছেন, তাই রুমির বাবা রাজি হচ্ছেননা স্কুলটা অন্য কোথাও সরিয়ে নিতে, এই স্কুলে রুমির দাদা শিক্ষকতাও করতেন, জায়গা ও দান করেছেন সব মিলিয়ে রুমির বাবা ওনার বাবার স্মৃতি এবং সম্মান ক্ষুন্ন কর স্কুল সরাতে রাজি হচ্ছেননা, আপনাদের চেয়ারম্যান সাহেব প্রথমে একটু লোভ দেখিয়েছিল কিন্তু পরে যখন বুঝলেন রুমির বাবাকে পয়সা দিযে কেনা যাবেনা এখন ওনি জোর করেই দখল করতে চাচ্ছেন, মামলা মোকদ্দমা চলছে এখন ওটা নিয়ে, তাই বলছিলাম কি রুমি যদি আপনার ব্যাপারে রাজিও হয় ওর বাবা কিন্তু কোন ভাবেই রাজি হবেননা, আপনি যদি অন্য কোথাও চেষ্টা করনে তাহলে আমি নিজেই রুমির আম্মুর সাথে কথা বলে দেখতে পারি

@

ইমতিদার কাজ শেসে চা পর্ব চলছিল এমন সময় হঠাৎ শুনলাম কলিং ব্যাল এর শব্দ, রুমি এসেছে মামার বাড়ি হঠাৎ করেই তার বড় ভাইকে নিয়ে, অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে গেল...

চলবে........

বিষয়: বিবিধ

১৬৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File