চুপ থাকার উপকারিতা।

লিখেছেন লিখেছেন মুক্তধারা ১৭ এপ্রিল, ২০১৩, ১১:৪৭:৪৬ সকাল



আল্লহ তায়ালার প্রিয় বন্ধু, হযরত মোহাম্মদ (সাঃ) বলেছেন,- ‍''যে চুপ থাকে সে নাযাত (মুক্তি) পায়।" তিনি আরও বলেন, মুমিন জীবনের বৈশিষ্ট হলো, তারা কম কথা বলবে, বিনা প্রয়োজনে কথা বলা থেকে বিরত থাকবে। হাসি-মুখে থাকবে ও প্রয়োজনে সদালাপ করবে। রাসূল (সাঃ) আরও বলেন, মুমনি সেই যার হাত ও মুখের অনিষ্ঠতা থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। চুপ থাকার উপকারিতা নিচে তুলে ধরা হলো:

০১. চুপ থাকা পরিশ্রমবিহীন ইবাদত।

০২. চুপ থাকা রাজত্ববিহীন প্রভাব।

০৩. চুপ থাকা প্রাচীরবিহীন দূর্গ।

০৪. চুপ থাকা অস্ত্রবিহীন বিজয়।

০৫. চুপ থাকা কিরামান কাতিবিনকে অবসর দেয়া।

০৬. চুপ থাকা মুত্তাকিগণের নিদর্শন।

০৭. চুপ থাকা জ্ঞানের ভান্ডার।

০৮. চুপ থাকা অজ্ঞদের প্রতিত্তর।

০৯. চুপ থাকা দোষ-ত্রুটির আচ্ছাদন।

১০. চুপ থাকা বুদ্ধিমত্তার পরিচায়ক।

বিষয়: বিবিধ

৫২৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File