সংবিধান রক্ষার শপথ নিয়ে, চলছে সংবিধান লংঘনের মহাউৎসব

লিখেছেন লিখেছেন মুক্তধারা ১০ জানুয়ারি, ২০১৪, ০১:৫৩:১২ রাত



সরকার সংসদ ভাঙছে না অথচ ইসিকে দিয়ে সংবিধান ভাঙাচ্ছে।সংবিধান বলেছে, প্রথমত প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে রাষ্ট্রপতির আদেশে। দ্বিতীয়ত প্রথম বৈঠক থেকে পাঁচ বছরের মেয়াদ পুরা হলে। এটা পুরা হবে ২৪ জানুয়ারি। এই তারিখ এলেই তবে সংসদ আপনাআপনি ভাঙবে। কাউকে ভাঙতে হবে না। ২৪ জানুয়ারির জন্য অপেক্ষাও করা হবে না। নবম সংসদ উধাও করে দেওয়া হবে।

Click this link সূত্র

লুই বলেছিলেন, ‘যে ব্যক্তি নিজেকে জয় করতে পারে, তার সামনে আর সামান্যই কিছু টিকতে পারে।’ অবশ্য তিনি তাঁর অন্তিম শয়ানে বলেছিলেন, ‘আমি চলে যাচ্ছি কিন্তু রাষ্ট্র সর্বদাই টিকে থাকবে।’

বিষয়: বিবিধ

১৬৮৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160946
১০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০৪
ভিশু লিখেছেন : ১৬ কোটি মানুষের সাথে শুধুই তামাশা করা হচ্ছে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File