হঠাৎ বৃষ্টিতে একদিন

লিখেছেন লিখেছেন ইনোসেন্ট সবুজ ১৭ এপ্রিল, ২০১৩, ১১:৩৬:৩৬ সকাল



হঠাৎ বৃষ্টিতে একদিন

হঠাৎ করে কি যে হল

চোখটা হল কালো

মেঘের কোলে ঢাকা পরে

নিভে গেছে আলো

বজ্রকন্ঠে আকাশ বলছে

দেখরে এই দিকে

বুকটা চিরে দুঃখ গুলো

ঝাড়ব মাটির বুকে

সাথে সাথে আকাশ জুড়ে

হল কান্না শুরু

ভারী বর্ষণ , আকাশের ক্রন্দন

ভয়ে আছে শিরু

সাহস নিয়ে মাঠে গিয়ে

দাঁড়ালাম আমি যখন

ছোট বেলার খেলার কথা

হইল আমার স্মরণ

খেলছে সবাই ফুটবল পায়ে

দৌড়ছে এদিক ওদিক

আমি আছি মাঠের পাশে দাড়িয়ে

দেখছি তাদের কিক

একটু পরে সবাই মিলে

দিছে খালে ঝাপ

বৃষ্টির পড়ছে, গোসল করছে

ব্যং ধরেছে সাপ!!!

খালের পাড়ে বিলের মাঝে

অনেকে খুজছে মাছ

কৈ মাগুর পাড়ে উঠে

পড়লে নাকি বাজ!!

রাখাল-কৃষক ব্যস্ত সবাই

করছে তাদের কাজ

পড়ে জানাব বাকি কথা

বিদায় নিলাম আজ

(অসমাপ্ত)

বিষয়: বিবিধ

১২১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File