পারলে কথাগুলোর জবাব দেন

লিখেছেন লিখেছেন ইনোসেন্ট সবুজ ২৭ এপ্রিল, ২০১৩, ০২:৪২:২৯ দুপুর



পারলে নিচের কথাগুলোর জবাব দেন

ক) ভাই আমার মাকে বইলেন, আমাকে মাফকরে দিতে বাড়ি পিরোজপুর,হুলার হাট। ভাই আমি মারা গেলে লাশ টা বাড়িতে পাঠাইয়েন…

খ) ভাই দরকার হলে আমার পা কেটে বের করেন,তবুও আমাকে বাচান, আমি আর এই যন্ত্রনা সইতে পারিনা।

গ) ভাই আমাকে একটা হাতুড়ে দেন, আমি নিজ করতে পারব…

ঘ) শ্বাস নিতে পারছিনা,লাশের গন্ধে মারা যাবো, ভাই একটু অক্সিজেন আনতে পারবেন।

চ) ভাই আমাকে এখান থেকে বের করেন,আমার একটা ২ বছরের ছেলে আছে, ওর জন্য আমাকে বাচান, ওরে দুধ খাওয়াতে হবে।

এগুলো রানা প্লাজার ভেতরে আটকা পড়া কিছু অতি সাধারন মানুষের বাচার আকুতি..…



ওরা কোটি টাকা,বাড়ি ও গাড়ি চায় না। শুধু প্রিয়ো মুখ গুলোর কাছে ফিরে যেতে চায়। আমরা কি আগামীতে এই দৃশ্য বার বার দেখার অপেক্ষায় আছি? নাকি আমরা পারবো এই ইতিহাস এখানেই থামিয়ে দিতে..…

বিষয়: বিবিধ

১৫৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File