“প্রথম আলো”..............বদলে যাও
লিখেছেন লিখেছেন সাকিয়া ২৭ এপ্রিল, ২০১৩, ০২:৪৭:১৯ দুপুর
:: পরিবর্তন প্রতিবেদক ::
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভবন ধসের ঘটনায় সাভারে শতশত মানুষের প্রাণহানির ঘটনায় ইতিমধ্যে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এরই মধ্যে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল-অব ফেম-এ হয়ে গেল মেরিল-প্রথম আলো পুরস্কার বিতরণ অনুষ্ঠান, যেটিকে প্রথম আলোর তরফ থেকে বলা হচ্ছে 'তারকা-মহাতারকাদের মিলনমেলা'।
গত কয়েকদিন ধরেই বেশ ঘটা করে অনুষ্ঠানের ব্যাপারে প্রচার চালানো হচ্ছিল। এমন বেদনাবিধুর সময়ে এই বিনোদন অনুষ্ঠানটি স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না কেউই। অনেকে বলেছেন, প্রথম আলোর মতো 'দায়িত্বশীল' একটি জাতীয় দৈনিকের এমন অনুষ্ঠান আয়োজন স্বরাষ্ট্রমন্ত্রীর ''ভবন নাড়ানো'' ত্বত্ত্বকেও হার মানালো। এ নিয়ে এখন তোলপাড় শুরু হয়েছে ফেসবুক-ব্লগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। প্রথম আলোর সংবাদকর্মীদের কেউ কেউ বিষয়টির পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। তারাও পড়ছেন তোপের মুখে।
প্রথম আলোর আনন্দমুখর এ ধরনের অনুষ্ঠান চালিয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সাভারের বিষয়টি বিবেচনায় নিয়ে অনুষ্ঠানটি স্থগিত করতে ফেসবুক, ব্লগসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে আগে থেকেই অনুরোধ জানিয়ে আসছিলেন অনেকেই।
ফেসবুক-ব্লগের লাখো স্ট্যাটাসের মধ্যে সামান্য কিছুসংখ্যক স্ট্যাটাস পাঠকদের জন্য তুলে ধরা হলো--
Minhajul Karim Probal: পুরা অনুষ্ঠানের বাজেট কতো ... সাহেব? নাচানাচি করে ১০-১২ লাখ টাকা দেওয়ার লোভ দেখালেন আর অনুষ্ঠান বাজেটের ১০% টাকা দিলেও তো গরীব মানুষ গুলার ৩ দিন ফ্রি চিকিৎসা হতো।
পৃথিবীতে এমন অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাতিলের ইতিহাস আছে, কিন্তু আমাদের মতো মদ্যপ জাতির এসব কিছুতে যায় আসে না। যদি আসতোই তাহলে একি ঘটনা বার বার ঘটতো না। শিল্পীদের কাছে আমরা টাকা চায় না , আপনারা এমন ন্যাক্কার যনক ঘটনার প্রতিবাদ হিসাবে ৩ দিন মিডিয়া অচল করে রাখেন, দেখবেন আপনাদের প্রতি সাধারণ মানুষের ভালবাসা আর শ্রদ্ধা অনেক গুন বেড়ে গেছে। কিন্তু আজ যা করলেন তাতে মনে করবেন, আপনাদের প্রধান ভোক্তা ঐ গরীব শ্রমিক গুলো আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলো। আপনারা নেচে-গেয়ে খুশি করুন কর্পোরেট দুনিয়াকে। জয় হোক টাকার, জয় হোক মিথ্যার।
• Selim Mustafa: আপনারা সাংবাদিকরা সারাদিন ডাক্তারদের চৌদ্দ গুষ্টি উদ্ধার করেন , অথচ সেই ডাক্তাররা এবার কি অসাধারণ সার্ভিসই না দিচ্ছে। কেন সাহায্য কি এইসব করতে তারা বলছে যে তাদের টাকা লাগবে, তারা তো ফ্রী চিকিৎসা দিচ্ছে, তাহলে কেন স্পন্সরদের সাহায্য করার জন্য নাচ গান করতে হবে???
• Firoz Hasan Siddiquee: আজকের অনুষ্ঠানে কেউ মানব কল্যাণের জন্য যাচ্ছে না। এইটা আগের ঘোষিত সময় অনুযায়ী একটা বিনোদন মেলা মাত্র। এই কাজকে যদি এখন "দাতব্য কর্মসূচি" বলে চালায় দেন তাহলে তো সেই ঝাঁকি দিয়ে ভবন ধসের ব্যাপারটা খুবি স্বাভাবিক নজরে দেখতে হয়!!ভাই পাবলিক আর এখন টিনের চশমা পড়ে ঘুরে না, একটা পাবলিসিটি স্টান্ট মারবেন আর সবাই বাহ বা দেয়া শুরু করবে এমনটা আশা করবেন না প্লিজ। একজন মিডিয়াকর্মী হিসেবে এই মুহূর্তে উচিত এইসব ব্যাপারে প্রতিবাদ অথবা নিন্দা জানিয়ে কিছু লেখা। তা না করে শুরু করলেন এর গুনগান। নাহ, ভাই শ্রদ্ধাটা মনে হয় এইভাবেই হারায়।
• Dipu Hassan: আমি মানতাম, যদি এটা জর্জ হারিসন এর কনসার্ট এর মত মহৎ উদ্দেশে করা হত। কিন্তু আপনারা সময় আর পেছানো সম্ভব নয় দেখে এই অনুষ্ঠান তথা প্রথম আলো কে মহান হিসেবে প্রমাণ করার জন্য দাতব্য বানিয়ে ফেললেন। খুবই হাস্যকর যুক্তি। এর আগে তো কখনও এই অনুষ্ঠান এ garments শ্রমিকদের জন্য কিছু করা হয়নি?? এবার ইমেজ রক্ষার জন্য প্রথম আলো দাতব্য অনুষ্ঠান বানাল? খুব ভালো। জনগণ আপনাদের মনে রাখবে এই মহান কাজের জন্য। ধন্যবাদ।]
• Nodi Bela: চীন মৈত্রী ছাড়া অন্য কোথাও করার ব্যাবস্থা নাই ঢাকায়? তারকারা আসবে না মানে, যাদেরকে নাচাবেন ওদেরই তো সারা বছর paper এ চেহারা দেখা যাবে, ওরা ২-৩ মাস পর ডাকলেও ঠিকই আসবে এ কারনে।]
• আবদুল মতিন সোহাগ: লাখ দশেক টাকায় কি হবে ? মানুষ যা মরার তা তো মরেই গেছে । নাচানাচি করে সেখান থেকে পাওয়া কয়েক লাখ টাকা সাভারে দেয়া হবে ! কেন ? তারকারা না নেচে কি টাকা দিতে পারে না ? আয়োজকরা কি ব্যবসা না করে টাকা দিতে পারে না ? লাশের মাথার ওপর নৃত্য করে টাকা দিতে হবে ? এমন একটা অনুষ্ঠান ও আয়োজন করা যায়, যেখানে এখানো ৫৫০জনের মতো নিঁখোজ ! মদ দিয়ে নোংরা ধুলে কি শরীর পবিত্র হয় ?]
• [ফয়সাল আহমেদ আজ আর আব্বা-আম্মাকে বাধা দেই নি, কাল ছোট বোনকে করানো প্রতিজ্ঞাটাও তুলে নিব। তারা দেখুক স্টার-জলসা, তারা দেখুক হিন্দী সিরিয়াল। যে দেশের শিল্পীরা তাদের স্বজাতির লাশের পাহাড়ের উপর দাড়িয়ে নাচ-গান করতে পারে, তাদের শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কেনো অহেতুক বিদেশী সংস্কৃতিকে বাধা দিবো? আসুক আসতে দে, দেশিগুলাই যদি গু খায় বিদেশীরা কি দোষ করলো। বরং বিদেশীদের গু খাওয়া HD ফরমেটে আরো ক্লিয়ার দেখতে পাবো। গ্রাহকের সর্বোচ্চ সেবা নিশ্চিত হোক।]
• রাজীব অবি এই সব ভরং বাদ দেন। প্রথম আলো আর মতির মুখে একদলা থুঃ
Swapan Das: আব্দুর নূর তুষার এবং প্রথম আলো, দুইজনেরই লক্ষ্য এক এবং অভিন্ন আর তা হল সময়ানুবর্তিতা এবং দায়িত্বশী্লতা । গাছে, আম ধরলো নাকি জাম ধরলো তাতে এদের কিছু যায় না কারন তারা দেশী ফল খান না । তারা খাজুর আর স্ট্রবেরির জুস খান ।
• Mahedi Khan dalali kom maren
• Dipro Mahdi ওহে নির্বোধ সাংবাদিক …
মানবতার পাঠ নিয়ে আস এনাম মেডিকেলের ফার্স্ট ইয়ারের
একটা ছাত্রের কাছ থেকে … পেশাদারিত্বের পাঠ নিয়ে আস
এনাম মেডিকেলের একজন ডাক্তারের কাছ থেকে …
তোমাদের কোন যোগ্যতা নেই ডাক্তারের সমালোচনা করার।
আগে নিজেরা পেশাদারিত্ব শেখো …
আহত মানুষের মুখে মাইক ধরে অনুভুতি জানতে না চেয়ে দুই
একজন কে উদ্ধার কর … বিশ্বজিত কে বাচাতে আগায় যাও
নাই … রাজশাহী তে পুলিশ কে বাচাতে আগায় যাও নাই …
নিরাপদ দুরত্বে দাড়ায় ছবি তুলেই কাজ শেষ করেছ
ডাক্তার দের কে ধর্ষক বলা প্রথম আলো আজ কে আয়জন
করবে পুরস্কার বিতরনী অনুস্ঠান …
লজ্জা করে না তোদের ??
• Ismail Ahmed Rupon মোঃ আব্দুল্লাহ আল সাদমান নামের একজন সাধারন ফেসবুকার বলেছেন, মনে করেন আমার কোনো আপনজন মারা গেছে।পাশের বাড়ির লোক বড়লোকদের ডেকে নাচগান আমোদ ফুর্তি হইহল্লা করল।তারপর আমাকে কিছু টাকা দিয়ে বলল যাও দাফন সেরে এসো।
ইজ ইট এ্যাকসেপ্টাবল??যদি হ্যা মনে করেন তাইলে কিছু বলার নাই।আমার ভুল হইছে।আমার গালে জুতা মেরে আপনাদের নাচগানের বিনিময়ে অর্থ সংগ্রহ চালিয়ে যান।আমি দুঃখিত।
আমি বলি কি, প্রথম আলোর কৌতুক করার ক্ষমতা স্বরাষ্ট্রমন্ত্রীর থেকেও প্রখর..!!
• Swapan Das হ্যারিসন সাহেব যে কনসার্ট করেছিলেন, তার উদ্দেশ্য কি ছিলো ? ওই কনসার্ট এর নামই ছিলো "The_Concert_for_Bangladesh" । আর এই অনুষ্ঠান এর উদ্দেশ্য কি?- এই অনুষ্ঠান এর নাম কি? "The_Concert_for_সুশী্ল Bangladesh" । অনুষ্ঠান এর নাম চেঞ্জ করুক, থিম চেঞ্জ করুক "The_Concert_for_সাভার"- আমি ৫০০০ টাকার টিকিট কেটে যাব ।
ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট অমি রহমান পিয়াল তার ফেসবুক স্টাটাসে লেখেন,
[শোবিজের স্টার-মেগাস্টারদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা অনেকেই এবং আমার ধারণা বেশীরভাগ প্রথম আলো-মেরিল তারকা পুরস্কারে আমন্ত্রিত, বাংলার অস্কার আর কি অনেকের কাছে। জ্বি ভাইয়া/আপু, আমরা জানি ক্যারিয়ারের কথা মাথায় রাইখা এই আহবানে না বলার হ্যাডম আপনারা রাখেন না, কারণ প্রথম আলো বইলা কথা, কলমের এক খোচায় বাতিল বানায়া দিবে। তাগো অনেক ক্ষমতা, একমাত্র তারাই পারে বাংলা সিনেমার যাবতীয় কাটপিসে ব্যবহৃত অশ্লীল গানের গীতিকাররে বিনোদন পাতার দায়িত্ব দিয়া চলচিত্রে অশ্লীলতার বিরুদ্ধে আন্দোলন করতে।
কিন্তু আপনাদের না বলতে হবে, যাবেন না এই প্রোগ্রামে। উদ্যোক্তাদের বলেন ডেট পিছাইয়া দিতে। কয়েকশ মানুষের লাশ সামনে রা্ইখা নৃত্যগীত একদিন নাই বা করলেন। পেশাদার নট নটির বদলে মানুষের ভূমিকায় নাহয় একটা দিন অভিনয় করলেন। হুমকি না এইটা অনুরোধ। একসময় শ্রমিকের অধিকার নিয়া দিন গুজরান করা প্রথম আলো শ্রমিকের লাশের উপর দিয়া জশনে জলুস বসাইতে পারে, কিন্তু আপনারা তাতে অংশ নিতে পারেন না, কারণ টু সাম এক্সটেন্ট আপনারাও শ্রমিক।]
ব্লগার আরিফ জেবতিক তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, [“৩০০ লাশ দাফনের অপেক্ষায় জাতির কাঁধে।
৩০০০ লোক এখনও উদ্ধারের অপেক্ষায়। এই দিনে প্রথম আলোর এই রঙতামাশার নিন্দা জানাই। ছিঃ প্রথম আলো।”
“ছিঃ মেরিল! ছিঃ উচ্ছিষ্টভোগী শিল্পীর দল! ছিঃ! ছিঃ! ছিঃ।”]
প্রথম আলোর সাবেক সাংবাদিক ও বর্তমানে দেশ টিভিতে কর্মরত গিয়াস আহমেদ পরিবর্তন ডটকমকে বলেন "সাভার ট্র্যাজেডিতে শত শত প্রাণ চলে গেল। টিভিতে সেই দৃশ্য দেখে আমাদের চোখে অচেনা মানুষগুলোর জন্যও জল। কী করুণ! কী হৃদয়বিদারক! মৃতের সংখ্যা বাড়ছেই...। পুরো জাতি প্রার্থনা করছে... শুক্রবার সব প্রতিষ্ঠান নির্ধারিত সব ধরনের অনুষ্ঠান বাতিল করেছে। শোকে, মৃতদের প্রতি সম্মান জানিয়ে। একমাত্র ব্যতিক্রম প্রথম আলো। দেশে এত বড় দুর্যোগের পরও, এই মৃত্যুর মিছিলের মাঝেই হতে যাচ্ছে মেরিল-প্রথম আলোর অনুষ্ঠান। নাচন-কুদন আনন্দ-ফূর্তির অনুষ্ঠান বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রথম আলো... এই হলেন আমাদের "কমরেড মতিউর রহমান"! দিনবদলের ডাকেদেনেওয়ালা...! ছিঃ!"
অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার দূর্যোধন দূর্যোধন পরিবর্তন ডটকমকে বলেন, “শোকের মিছিলে আনন্দোৎসব করে আজ ফান্ড গঠন করে প্রথম আলো নিহত আর আহতদের প্রতি তাদের দরদ দেখাচ্ছে । অপমানের পর এই ফান্ড কোনোভাবেই কাম্য নয় । এটি সম্পূর্ন ধৃষ্টতা । নৃত্যোৎসবের ঐ ৪২ লাখ টাকায় মিশে আছে নিহতদের স্মৃতির উপর দাঁড়িয়ে আনন্দোৎসবের ইতিহাস, কিন্তু চেয়ে চেয়ে হাত পেতে জনসাধারনের কাছ থেকে নেয়া টাকাটায় রয়েছে শ্রমিকদের প্রতি মমত্ববোধ আর দুর্যোগকে জয় করতে চাওয়ার ইতিহাস , হাজারো তরুনের দাঁত চেপে যুদ্ধ চালিয়ে যাওয়ার স্মৃতি । কোনো কর্পোরেট বেনিয়া তা মুছে ফেলতে পারবে না।”
ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট মাহবুব রশিদ পরিবর্তন ডটকমকে বলেন, “সাভার ট্র্যাজেডির ক্ষত এখনো শুকায়নি। বাংলাদেশের আকাশের লাশের গুমোট গন্ধ, পুরো জাতি শোকে মূহ্যমান। লাশের মিছিলের ওপর দাঁড়িয়ে এমন অবস্থায় প্রথম আলোর এমন উৎসবমূখর অনুষ্ঠান কখনোই সমিচীন নয়। সাভারের দুর্ঘটনার জন্য আমরা রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আন্দোলন স্থগিত করেছি, ব্লগারদের মুক্তির জন্য যে বিক্ষোভ মিছিল হওয়ার কথা সেটিও স্থগিত করেছি, নারী সমাবেশও স্থগিত করা হয়েছে। কাজেই আমার মনেহয় প্রথম আলো এমন আনন্দঘন অনুষ্ঠান এমন শোকের আবহে না করলে ভাল হতো।”
শাহবাগ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ফেসবুক পেজ ‘শাহবাগে সাইবার যুদ্ধ’ প্রথম আলোর এমন আলো ঝলমলে অনুষ্ঠান নিয়ে লিখেছে, [প্রথম আলোকে বলছি, জাতির অনেক সংকটময় মুহুর্তে অতীতে অনেক কিছু করেছেন বা করার চেষ্টা করেছেন। সাম্প্রতিক সময়ের বড় প্রাকৃতিক দূর্যোগ সিডর ও আইলাতে আপনাদের সমন্বয়ে ত্রান তহবিল করে যে কোটি কোটি টাকা ও ত্রান সামগ্রী দিয়েছেন তাতে প্রাণ বেঁচেছে হাজারো দরিদ্র মানুষের। আজও জাতি এক বড় দূর্যোগের মুখোমূখী দাড়িয়ে। সাধারণ মানুষের প্রচেষ্টায় আমরা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি।
এই দুঃসময়ে প্রায় ৩০০ লাশ , উদ্ধারের অপেক্ষায় থাকা আরও কয়েক হাজার বন্দী মানুষ, নিহত ও স্বজনহারাদের দুঃখকে সামনে রেখে '' মেরীল-প্রথম আলো '' পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন এতটাই দৃস্টিকটু যে ভাষায় প্রকাশের অনুকুল নয়। বিষয়টি নিয়ে প্রথম আলো সময় উপযোগী সিদ্ধান্ত নিক, শুভ বোধের উদয় হোক।]
অভিনেতা Hasan Masood
দেশের এই অবস্থায় আমি মেরিল প্রথম আলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান এ গেলাম না।
বিষয়: সাহিত্য
১৫২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন