বেগম জিয়াকে বলছি হিজড়ার ভূমিকা পালন করবেন না.....
লিখেছেন লিখেছেন সাকিয়া ০১ মার্চ, ২০১৩, ০২:০২:৪১ রাত
দেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। অদ্ভুদ গণতান্ত্রিক এ দেশে সরকারের কোন বিষয়ে সমালোচনা করলেই তাদের উপর লেলিয়ে দেয়া হয় সন্ত্রাসী বাহিনী। জনগনের অধিকার আদায়ের মিছিলে নির্বিচারে চালানো হয় গুলি। পাখির মত মরে মানুষ। আইনশৃঙ্খলাসহ পুলিশ, ৠাব, বিজিবির পোষাকে মাঠে নামে ছাত্রলীগের গুন্ডারা। ৯৫ শতাংশ মুসলমানদের এদেশে মসজিদকে তালাবদ্ধ করে দেয়া হয়। মসজিদের ভেতরে গুলি চালানো হয়। মুসল্লিদের দাড়ি ধরে টানে অসভ্য ছাত্রলীগ। তাদের বাহবা দেয় অযোগ্য অদ্ভুত এমপি, মন্ত্রী। ইসলামের মশালবাহী কান্ডারী, মুফাসসিরদের খুন, ধর্ষনের অপবাদ দেয়া হয়। আর কলা চোর মুরগী চোর, ছাগল চোরেরা পুরস্কৃত হয়।
জামাত শিবিরের মিছিলে গুলি চালিয়ে খুন করা হয়েছে ৭০ জনকে। জামাত অন্যতম শরীক বিরোধী দল। ইসলামের পক্ষে কথা বললেই ইসলাম বিদ্বেষীরা তাদের উপর গুলি করে। বিএনপি অন্যতম বিরোধী দল। স্বাধীনতা যুদ্ধ সহ দেশের বিভিন্ন সঙ্কটময় মুহুর্তে দেশপ্রেমিক প্রেসিডেন্ট জিয়াউর রহমান গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছেন। বেগম জিয়াকে বলছি দেশের সঙ্কটময় মুহুর্তের কথা আপনি জানেন। ফ্যাসিবাদী, ইসলাম বিদ্বেষীে এ মানসকন্যার বিরুদ্বে আওয়াজ তুলতে হবে। আজ আপনি সংবাদ সম্মেলণসহ জাতির উদ্দেশ্যে ভাষন দেয়ার ঘোষণা দিয়েছেন। অবশ্যই আপনি দেশের স্বার্থে কঠিন কোন সিদ্ধান্ত নিতে কুন্ঠাবোধ করবেন না। দেশের মানুষ প্রতিবাদী হয়ে উঠেছে। লাশের সাড়ি দীর্ঘ হলেও প্রতিবাদী মানুষের সংখ্যা অনেক বেশী। আপনি সাধারন মানুষকে নিয়ে রাজনীতির চাল চালবেন না। সত্যিকার দেশপ্রেমিক হিসেবে দেশরক্ষায় এগিয়ে আসুন। কোন অপশক্তির সামনে আর মাথা নত নয়। ইসলামপ্রিয়দের এ দেশে আলেমদের রক্ষায় এগিয়ে আসুন। দেশ ও দশের কথা ভাবুন, কঠোর কর্মসূচি ঘোষণা করুন।
বিষয়: বিবিধ
১১৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন