গগন না,মাটি হব

লিখেছেন লিখেছেন ইনোসেন্ট সবুজ ২৪ নভেম্বর, ২০১৩, ১২:৫৭:৩৫ দুপুর



দেখিয়াছি সেই দিন গগনে চাহিয়া

তাকাইয়াছি আমি মুগ্ধ হইয়া

বলিলাম আমি আকাশ হব

সোজা-ঋজু হইতে হইতে হাত বাড়াইলাম বারবার

ভাবিলাম থাক উদার হইতে আর পারিলাম না।

তাকাইনি মাটির দিকে, দাড়াইয়া আছি

কি নিশ্চুপ, কি শান্ত,কি উদার।

পাড়াইলাম-কাটিলাম-ভাঙ্গি ভাঙ্গি আলাদা করিলাম

জানি না আকাশ ভাঙ্গিলে কি করিতো

আমি আকাশ না আমি মাটি হব

নিশ্চুপ মাটি, উদার মাটি।

ঘৃণা করিবে ছি ছি বলিবে লোকে

তবু আমি কোল পাতিয়া গ্রহণ করিব তারে।

আমি আকাশ না আমি মাটি হব

নিশ্চুপ মাটি, উদার মাটি।দেখিয়াছি সেই দিন গগনে চাহিয়া

তাকাইয়াছি আমি মুগ্ধ হইয়া

বলিলাম আমি আকাশ হব

সোজা-ঋজু হইতে হইতে হাত বাড়াইলাম বারবার

ভাবিলাম থাক উদার হইতে আর পারিলাম না।

তাকাইনি মাটির দিকে, দাড়াইয়া আছি

কি নিশ্চুপ, কি শান্ত,কি উদার।

পাড়াইলাম-কাটিলাম-ভাঙ্গি ভাঙ্গি আলাদা করিলাম

জানি না আকাশ ভাঙ্গিলে কি করিতো

আমি আকাশ না আমি মাটি হব

নিশ্চুপ মাটি, উদার মাটি।

ঘৃণা করিবে ছি ছি বলিবে লোকে

তবু আমি কোল পাতিয়া গ্রহণ করিব তারে।

আমি আকাশ না আমি মাটি হব

নিশ্চুপ মাটি, উদার মাটি।

বিষয়: সাহিত্য

১৩৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File