বদ্দ ঘরে একলা আমি

লিখেছেন লিখেছেন ইনোসেন্ট সবুজ ২৩ জুলাই, ২০১৪, ১২:০৯:০০ দুপুর



বদ্দ ঘরে একলা আমি , আশপাশ সব কালো

এই ঘরেতে একটা সময় ছিলো শুধুই আলো

জেই ঘরেতে থাকার কথা তোমার ইচ্ছে গুলি

সেই ঘরেতে স্বাধীন আমি শিকল বাধা ঘুড়ি

পাখাটা আজ আওয়াজ ধরে,জেন কান্নার সুর

মনের হয়ে বাজছে সে আজ, যাচ্ছে বহুদুর

বাতি টাও আজ ধুকছে জেন, আমার মনের মত

দাফন হওয়া স্বপ্ন গুলো জলছে অবিরত

খুজে ফিরি ইছেগুলো , কেন হল মাটি?

স্বপ্ন কেন মিথ্যে হল, দিলো আমায় ফাকি

চাইনি আমি বেশিকিছু, ছিলোনা উচ্চভিলাশ

তবে কেন করতে হবে আমায় হা-হুতাশ

নিকোটিন আজ বাসে ভালো, যাবে নাকো ছেড়ে

তুমি ও ছিলে একটা সময় , হারিয়ে গেছ ভিড়ে

এলকোহল আজ সঙ্গ দেয়, ভুলিয়ে রাখে কষ্ট

মিশে ছিলে তুমিও জেমন,জড়িয়ে আমার পৃষ্ট

মাদক গুলো বড্ড ভালো, আমায় আমায় বাসে

দুঃখ গুলো আমায় দেখে দাত কেলিয়ে হাসে

দুখের মাঝেও হাসছি আমি,চলছে সময় বেশ

আমায় শুধু আমি জানি, হচ্ছি আমি শেষ

বিষয়: বিবিধ

১২৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File