ব্লগার ভাইয়েরা , চলুন বৃষ্টিতে ভিজি কিছুক্ষন , সবাই একসাথে । (সবার অংশগ্রহন একান্ত কাম্য)
লিখেছেন লিখেছেন ইনোসেন্ট সবুজ ১৫ মে, ২০১৩, ১০:৩৪:২৩ সকাল
বৃষ্টির ফোটা টপ টপ শব্দে ছন্দে ছন্দে মাটি স্পর্শ করে তখন তখন মনের গভীরে যেন আনন্দ তরঙ্গ বয়ে জায় ।আজ এই বৃষ্টির দিনে শহরের ইট , বালি , কঙ্কর, সিমেন্ট , লোহা আর যান্ত্রিকতার মাঝে মন উড়ে জেতে চায় গ্রামের মাঝে । বৃষ্টিস্নাত বর্ষাকালে গ্রামের মাঠে ফুটবল, ভিজে ভিজে স্কুল থেকে ফেরা , ব্রিজের উপর থেকে খালে লাফিয়ে পড়া , আমতলায় আমের খোজে ছুটাছুটি , সবই আজ যেন অতীত সৃতি । বৃষ্টিতে আজ আর ভিজতে পারছিনা এখন ।গ্রামে চলছে গ্রেফতার আতঙ্ক । তবে হাল ছারছিনা। বৃহস্পতিবার বাড়ি যাচ্ছি অনেক বাধার মুখে । তবে বাইরে বৃষ্টি পরছে দেখে খুব ভিজতে ইচ্ছে করছে। তাই ভারচুয়াল্লি ভিজতে আর ভিজাতে এসেছি আমার সকল ব্লগার বন্ধুদের , চলুন শুরু হয়ে জাক ।
বিষয়: বিবিধ
৩০৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন