অলি এখন কোন গলি!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ নভেম্বর, ২০১৩, ০১:০১:৪৫ দুপুর
চাইছে অলি ফুলে ফুলে
মধুর স্বাদ সমান তালে
দর হাকাচ্ছে দলে দলে
সময় যে তার অনুকূলে?
ভাবছে অলি সরকারে
টানবে বুকে দরকারে
সাধু সাজার ভান করে
চাইছে মধু টেষ্ট করে?
চাইছে অলি ১২ আসন
নির্বাচনকালীন প্রধানমন্ত্রী
ঘুরছে অলি উড়ছে এখন
মনটা তার উড়ালচন্ডী?
এদিকে আবার মারছে ঢু
ভান করে বলছে হু
ডিমান্ড নাকি আকাশচুম্বি
করতে চাইছে হম্বিতম্বি?
খালেদাকি এতই বোকা
বারে বারে খাবে ধোকা
বলেছে তাই সবুর করেন
নির্বাচনটা তো হতে দেন?
অবশেষে কোন গলি
মধূ খেতে যাবে অলি
যেদিকেই যাক নেই ক্ষতি
শুণ্য মেলে যে, চালাক অতি
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন