অলি এখন কোন গলি!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ নভেম্বর, ২০১৩, ০১:০১:৪৫ দুপুর
চাইছে অলি ফুলে ফুলে
মধুর স্বাদ সমান তালে
দর হাকাচ্ছে দলে দলে
সময় যে তার অনুকূলে
?
ভাবছে অলি সরকারে
টানবে বুকে দরকারে
সাধু সাজার ভান করে
চাইছে মধু টেষ্ট করে
?
চাইছে অলি ১২ আসন
নির্বাচনকালীন প্রধানমন্ত্রী
ঘুরছে অলি উড়ছে এখন
মনটা তার উড়ালচন্ডী
?
এদিকে আবার মারছে ঢু
ভান করে বলছে হু
ডিমান্ড নাকি আকাশচুম্বি
করতে চাইছে হম্বিতম্বি
?
খালেদাকি এতই বোকা
বারে বারে খাবে ধোকা
বলেছে তাই সবুর করেন
নির্বাচনটা তো হতে দেন
?
অবশেষে কোন গলি
মধূ খেতে যাবে অলি
যেদিকেই যাক নেই ক্ষতি
শুণ্য মেলে যে, চালাক অতি
বিষয়: বিবিধ
১০২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন