=-=ছায়া=-=
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৮:০৫ সকাল
ছেড়ে গেলে হাত কেড়ে নিলে রাত
ঘুম কী আর আসে
আসেনাতো ঘুম রাত নিঝুম
চোখের পাতায় ভাসে।
এইতো ছিলে কাল জড়িয়ে শাল
আজ আর নেই
চোখ মুদি আর হৃদয় তোলপাড়
খুঁজে পাইনা খেই।
আসেনাতো ঘুম রাত নিঝুম
কেবল কাননা পায়
তুমি নেই জানি আছে কেবল গ্লানি
অতৃপ্তির ধূলি ভস্ম ছা'য়।
ছেড়ে গেলে হাত কেড়ে নিলে রাত
ঘুমেরা উধাও
ঘুরে ফিরে ছায়া থেকে গেল মায়া
ছুঁতে গেলে নেইতো কোথাও।
বিষয়: বিবিধ
৫২২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এমন ভাষা মন ছুয়ে যায়
মন্তব্য করতে লগইন করুন