আসুন আমরা বিপদের বন্ধু হই

লিখেছেন লিখেছেন রাশেদ বিন জাফর ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৪৯:৫০ রাত



বিপদ যে কখন কার উপর এসে যায়। আমরা তার ধারণাই করতে পারি না। আজ দুপুরের দিকে বসে বসে একটু ফেসবুক চালাচ্ছি। দেখি ফেসবুকের টাইমলাইন জুরে শুধু চকবাজারে আগুন লেগে দূর্ঘটনা ঘটার সংবাদ। ভয়াবহ অগ্নিকান্ডের ছবি ও ভিডিও গুলো দেখতেছি। আর মনে মনে ভাবছি ছোট্ট একটি গাড়ির বিস্ফারণ থেকে কত বড় একটি অগ্নিকান্ড ঘটে গেল। কত্ত মানুষ মূহুর্তের মধ্যেই মারা গেল। কত মানুষের অসহায়ের আর্দনাদ। কত মানুষের প্রিয়জন হারানোর কান্না।



.......

আর এইসব কথা যখন আমি মনে মনে ভাবছি। ঠিক তখনি আমাদের বাড়িতেও ঘটে গেল ছোট্ট একটি এক্সিডেন্ট। .......

#আমরা অনেক মানুষ অনেক সময় অন্যের বিপদ দেখে এগিয়ে যাই না।

কিন্তু সে নিজেও জানে না তার বিপদ কতটা কাছে।

তাই আসুন আমরা বিপদের বন্ধু হই।

#রাশেদ জাফর

বিষয়: বিবিধ

৭৩৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386472
২২ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ০৩:০২
বাকপ্রবাস লিখেছেন : আল্লাহকে বলতে ইচ্ছে হয় মৃত্যুটা যেন স্বাভাবিক ভাবে হয়, এভাবে আগুণে পুড়লে খুব কষ্ট হয়, প্রতিটা প্রাণ কী কষ্ট করে গেল ভাবতে আমার খুব কষ্ট হয়। এসব আমি পড়ি কম দেখিও কম, কেননা আমি সহ্য করতে পারিনা, কষ্টগুলো বুকে বিধে থাকে
২২ ফেব্রুয়ারি ২০১৯ সন্ধ্যা ০৭:৩৪
318295
রাশেদ বিন জাফর লিখেছেন : জাজাকাল্লাহ জনাব,
আল্লাহ যেন আপনার ইচ্ছা পূরণ করেন {আমিন}।
386479
২২ ফেব্রুয়ারি ২০১৯ রাত ১০:২২
আনসারী লিখেছেন : বিপদ কখনও বলে আসে না।
২৪ ফেব্রুয়ারি ২০১৯ রাত ১০:০৮
318312
রাশেদ বিন জাফর লিখেছেন : জি জনাব,
আপনার মন্তব্য এর জন্য আন্তরিক ধন্যবাদ।
386491
২২ ফেব্রুয়ারি ২০১৯ রাত ১০:৫৩
আমি আল বদর বলছি লিখেছেন : আল্লাহ ঈমান নিয়ে মরার তৌফিক দান করুণ আমাদের
২৪ ফেব্রুয়ারি ২০১৯ রাত ১০:১০
318313
রাশেদ বিন জাফর লিখেছেন : আমিন.... আল্লাহ তায়ালা কবুল করুক।
#জাজাকাল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File