তোমার জন্য প্রিয়তমা

লিখেছেন লিখেছেন রাশেদ বিন জাফর ২২ জানুয়ারি, ২০১৯, ০৯:১৭:৩৯ রাত

#তোমার জন্য আমি বিশ্ব কবি হতে না পারলেও, হয়ে যেতে পারি দু লাইনের কবি।

#তোমার জন্য আমি বিখ্যাত সাহিত্যিক হতে না পারলেও, তবে আমি হয়ে যেতে পারি এক গল্পের ছোট্ট লেখক।

#তোমার জন্য আমি সিনেমার হিরো হতে না পারলেও, হয়ে যেতে পারি দুঃসাহসিক এক প্রেমিক ।

#তোমার জন্য আমি আকাশ থেকে চাঁদ এনে দিতে না পারলেও, করতে পারি চাদের সাথে তুলনা ।

#তোমার জন্য আমি সাত-সমুদ্র তের নদী পাড়ী দিতে না পারলেও, পাড়ী দিতে পারি আমার সারটি জীবন।

#তোমার জন্য দিতে পারি আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা, তবে দিতে পারি না তোমাকে আমার কোন আশ্বাস।

#তোমার জন্য আমি গোলাপ ফুলের কাটার আঘাতকে সইতে পারব, কিন্তু পারবনা

গোলাপ ফুলটিকে নষ্ট হয়ে যেতে।

#তোমার সুখের জন্য করতে পারি বিধাতার কাছে পার্থনা, তবে পারবনা সইতে আমি তোমার চোখের পানিকে।

বিঃদ্রঃ কোন এক বেকেল বেলায় বেখেয়ালে লিখেছিলাম কবিতাটির কয়েকটি লাইন।

বিষয়: বিবিধ

৬৯৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386357
২২ জানুয়ারি ২০১৯ রাত ১০:৫৫
আমি আল বদর বলছি লিখেছেন : ভাল লাগলো ভাই ভালোবাসা ও দোয়া রেখে গেলাম
386364
২৩ জানুয়ারি ২০১৯ দুপুর ০২:০৬
রাশেদ বিন জাফর লিখেছেন : শুকরিয়া জনাব। জাজাকাল্লাহ....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File