আপনি কি বলতে পারবেন "জামায়াত-শিবির করতেই হবে" এ রকম কোন কথা কোরআন-হাদিসের কোথাও আছে?
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২২ জানুয়ারি, ২০১৯, ০২:১৮:০৭ দুপুর
ইসলামী ছাত্রশিবিরের জবাব..
""জামায়াত শিবির করতেই হবে"" এটা আমদের দাবি নয়!!
ছাত্রশিবিরের দাবি হলো...
প্রথমত!
১) যে কোন পন্থাতেই হোক, আপনাকে ইসলামি সমাজ বিনির্মাণে কাজ করে যেতে হবে।
২) দ্বীনের কাজ ঐক্যবদ্ধ ভাবে করতে হবে।
৩) আনুগত্য, শপথ ও শৃঙ্খলিত জীবন যাপন করতে হবে। কারন দ্বীন প্রতিষ্ঠার শপথ নেয়া ছাড়া মুত্যু বরণ করা জাহেলিয়াতের মৃত্যুবরণ করার নামান্তর।
৪) দ্বীন প্রচারের মত অনিবার্য ফরয কাজটি সবাইকে করতে হবে।
৫) ইসলামী ভাবধারার লোকদেরকে জ্ঞানগত প্রশিক্ষণ দিয়ে জাহেলিয়াতের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হিসেবে গড়ে তোলার মত গুরুত্বপুর্ণ কাজটি করতে হবে।
দ্বিতীয়ত...
মোটামুটিভাবে এ পাঁচটি মৌলিক কাজ আঞ্জাম দেয়ার ক্ষেত্রে যদি জামায়াত শিবিরকে আপনি তুলনামূলক অধিক উপযুক্ত মনে করেন তাহলে জামায়াত শিবির করুন।
সত্যের স্বাক্ষ্য বইটিতে দেখবেনঃ আমাদের দাবির তিনটি অপশান রয়েছেঃ--যে কোন পথ বাছাই করে নেয়ার পূর্ণ স্বধীনতা আপনাদের রয়েছে।
প্রথমতঃ আপনাদের মন যদি সাক্ষ্য দেয় যে, আমাদের দাওয়াত, আকীদা- বিশ্বাস, মূল লক্ষ্য, জামায়াত শিবিরিয় নিয়ম-শৃঙ্খলা, কর্মনীতি ইত্যাদি সব কিছুই খালিস ইসলাম সম্মত এবং কুরআন – হাদীসের দৃষ্টিতে মুসলিম জাতির যা কর্তব্য, আমরা তা-ই সম্পাদন করছি, তাহলে আমাদেও সাথে এই কাজে আপনারা শামিল হন।
দ্বিতীয়তঃ যদি কোন কারণবশত আমাদের কাজে আপনারা সন্তুষ্ট হতে না পারেন এবং অন্য কোন দলকে ইসলামী উদ্দেশ্যে খাটি ইসলামী পন্থায় কাজ করতে দেখেন, তাহলে তাতেই শামিল হয়ে যান, কেননা, মাত্র দেড়খানা ইট দ্বারা মসজিদ নির্মানের শখ আমাদের নেই।
তৃতীয়তঃ যদি আমাদের বা অন্য কোন দলের উপর আপনাদের আস্থা না থাকে, তাহলে ইসলামী দায়িত্ব পালন করা তথা দীন ইসলামকে পুরোপুরি প্রতিষ্ঠিত করা এবং কথা ও কাজের মাধ্যমে তার সত্যতার সাক্ষ্য দান করার উদ্দেশ্যে আপনারা নিজেরাই অগ্রসর হয়ে খাটি ইসলামী পন্থায় একটি সুসংহত সংগঠন গঠন করুন।
এই তিনটি পথের যেকোন একটি বাছাই করে নিলে ইন্শাআল্লাহ আপনারা মধ্যমপন্থী বলেই গণ্য হবেন। কেবল আমাদের জামায়াত শিবিরেই সত্যপন্থী এবং আমাদের জামায়াত শিবির বহির্ভূত লোকেরা সবাই বাতিলপন্থী এরূপ দাবী আমরা কোন দিন করিনি আর সুস্থমস্তিষ্ক থাকা পর্যন্ত কোন দিনই তা করবো না। ( সত্যের সাক্ষ্য, সাইয়েদ আবু আলা মওদূদী র.)
বিষয়: বিবিধ
১৩৩৩ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর হয়েছে খুবই লেখাটি। আল্লাহ ওদের সঠিক বুঝ দান করুণ
আর হা ফেইসবুকে আপনাকে পেলে খুশি হতাম
ফেইসবুকে আমি---- https://www.facebook.com/profile.php?id=100010101641835
ব্লগে যে নাম এই নামে সার্চ করলে আমাকে পাবেন।
সব মিলিয়ে সোনার দেশ গড়বে জামায়াত
মন্তব্য করতে লগইন করুন