গহীন অরণ্যে
লিখেছেন লিখেছেন হিঁদু ২২ জানুয়ারি, ২০১৯, ১২:১৭:২২ দুপুর
আসলে বৃষ্টি হচ্ছে খুব
ঝমঝমিয়ে দুটি ব্যাঙ বিয়ে করছে।
আর মালা বদলের পর
সোনা ব্যাঙ বলছে,
আজ খাল হয়ে
বিলের ভেতরে সেঁধিয়ে যাবো একদম।
রূপোর ব্যাঙ ঘোমটা তুলে বলছে,
যাও হারিয়ে
আমার গহীন অরণ্যে।
বিষয়: বিবিধ
৫৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন