বাংলা আমার মাতৃভাষা।
লিখেছেন লিখেছেন রাশেদ বিন জাফর ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০৩:০৯ সকাল
আজ একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। একটি কবিতা লিখার চেষ্টা করলাম।
"মাতৃভাষা বাংলা আমার আল্লাহ তায়ালার দান।
সেই ভাষাতেই করি প্রভু তোমার গুন গান।"
"বাংলা ভাষার জন্য যারা দিয়ে গেছে প্রাণ।
আল্লাহ তুমি দাও তাদের শহীদি সম্মান।"
"বাংলা হল আল্লাহতায়ালার অশেষ নেয়ামত।
এই ভাষাতেই জাগাব আমি ইমানী হিম্মদ।"
"ভাষা শহীদিরা করেছিল আমার রাষ্ট্রও ভাষা বাংলা।
সেই রাষ্ট্র ভাষাতে করছে ওরা রাষ্ট্রিও ভাস্কর্য এর পূজা।"
"এই ভাষাতেই করব আমি অন্যায়ের সব প্রতিবাদ।
এই ভাষাতেই ভাংব আমি জালিমের মাসনাদ।"
"এই ভাষাকে স্তব্ধ করতে হেয়েছিল যারা বন্য।
নিশ্চই হয়েছে তারা জালিমের কাতারে গন্য।"
"আমারা তরুণ প্রজন্ম চাই না,
দু মিনিটের জন্য মাথা নিচু করে ভাষা শহীদদের সম্মান।
"আমরা তরুণ প্রজন্ম চাই,
ফজর সলাতের পর দু-রাকাত নফল সালাত পরে মাথা উচু করে জানাই ভাষা শহীদদের সম্মান।"
"হে তরুণ প্রজন্ম তোমার প্রতি আহবান।
বিশুদ্ধ সংস্কৃতি দিয়ে করি ভাষা শহীদের সম্মান।"
#কবিতা_-___আমার_মাতৃভাষা_বাংলা।
#edit_by_রাশেদ_জাফর।
বিষয়: বিবিধ
৬৫৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
#এই হল টুডে ব্লগের অবস্থা ।
মন্তব্য করতে লগইন করুন