চল বদলাই

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৩:০৭ সন্ধ্যা



নিচ্ছি মেনে বাড়তি দাম

ঘুস দিতে হয় প্রাপ্য সেবায়

দিচ্ছি যতো গায়ের ঘাম

হিসেব করে শূন্যে মেলায়।

যাচ্ছেতো দিন সুখের আশায়

ডানে বামে তাকাচ্ছিনা

ঝড়ঝাপটায় স্বপ্ন ভাসায়

দোলছি তবু হাপাচ্ছিনা।

দেখছিনাতো তীরের দেখা

আশাটা যে ছাড়তে নেই

অনিয়মকে রুখতে শেখা

সুদিন ঠিক ফের আসবেই।

ভোট দেবনা লুটের দল

ঘুষ দেবনা হারামখোর

ঘুম দেবনা রুখবি চল

জাগরে সমাজ কাটরে ঘোর।

বিষয়: বিবিধ

৫৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File