তাদের কাছে ভাষার কি দাম? | আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩০:০৬ রাত



অ, আ, ক, খ, হা, না

তুমিই বাংলা ভাষা,

তোমাকে দিয়ে দিন শুরু করে

চাকর, কামার, কুমার, চাষা।

Cook

তোমাকে দিয়ে মা মা বলে

চিৎকারে শিশু দেয় ডাক,

রক্ত বিলিয়ে রফিক, বরকত,

বিশ্বকে করেছে অবাক।

Cook

দামি ভাষায় দামি আশা

বলার আশা জাগে,

শুনার মানুষ না পেয়ে

চুপ থাকি যে রাগে।

Cook

দামি কথা তিক্ত বেশি

তিতাতে তারা অনাগ্রহী,

মিস্টি মিস্টি কথার পিঠে

তাহারা করে যে বাদশাহী।

^Happy^

গণতান্ত্রীক বেশে গণতন্ত্র পায়ে পিশে

বাংলা ভাষায় করে জয়ের খল অভিনয়,

ক্ষমতার দম্ভ দিয়ে জনমনে

ছড়িয়েছে তারা নির্লজ্জের মত ভয়।

/Happy

ভয়ের শাসনে শ্বাস প্রশ্বাস নিচ্ছে তারা

তাদের কাছে ভাষার কি দাম?

ভাষার মর্যাদার গান গেয়ে প্রকাশ্যে

গোপনে ভাষার মর্যাদা খুন করে, তাদের আরাম!

Sleepy

ভাষা শিখিয়ে গেছে অধিকারের পক্ষে

নূন্যতম ভারসাম্য প্রতিষ্ঠা,

ভাষা শিখিয়েছে মিথ্যার বিরুদ্ধে সোচ্চার

হতে, সত্যের পক্ষে প্রকাশ নিষ্ঠা।

বিষয়: বিবিধ

৯৭০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386465
২০ ফেব্রুয়ারি ২০১৯ রাত ১১:৩৮
আমি আল বদর বলছি লিখেছেন : হায়রে ভাষা


অসম্ভব সুন্দর হয়েছে ভাই ধন্যবাদ আপনাকে!
২২ ফেব্রুয়ারি ২০১৯ রাত ০১:৪৮
318292
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ।
386475
২২ ফেব্রুয়ারি ২০১৯ রাত ১০:১৯
আনসারী লিখেছেন : ধন্যবাদ। সুন্দর।
২৩ ফেব্রুয়ারি ২০১৯ রাত ০৪:২২
318303
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File