ছড়াপ্রেম
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪১:১০ দুপুর
তুলে রাখো পড়া
এসো লিখি ছড়া
বল দেখি চাঁদ, তারা
যায় নাকি ধরা।
ধরে যদি আনি
অবাক হবে জানি
জ্ঞান যদি হারাও
জল এক ঘরা।
ঢেলে দেবো মাথায়
দেখবি মনের খাতায়
কতো তারা জ্বলে
আলোয় ভূবন ভরা।
তুলে রাখো পড়া
এসো পড়ি ছড়া
ছড়ায় তাজা মন
ছড়ায় জিন্দা, মরা।
বিষয়: বিবিধ
৫২৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দারুন লিখেছেন।
মন্তব্য করতে লগইন করুন