পরিচয় | আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২৩:৫৮ দুপুর
মানুষ! হ্যাঁ তুমি মানুষ!
হাত,পা, মাথা ওয়ালা মানুষ!
তোমার ভেতরে চিন্তা-চেতনা আছে
'ত' মনুষত্ব নেই, তোমার নেই সে হুশ!
.
তোমার ভেতরটা রক্ত মাংসের গড়া
উপরে আছে গন্ডারের চামড়া, নেই ভয়!
চোখ কান বন্ধ যেন! যেখানে আছো সে
থেকে আরো এগিয়ে চামচামিতে করছো জয়!!
.
তোমারই জয়ে তোমার নাবালক ছেলেটি
ঘৃণার বিছানা সাজায়, নেই তোমার অনুধাবন,
তুমি অন্যের অন্ন নিজের করে, স্ত্রী, পুত্র,
কন্যায় মিলে করেছো স্বযতনে স্বপশু পালন!
.
মোটাতাজা হচ্ছ, মনে পশুত্বও বাড়িয়ে-
অন্য পশুদের অনৈতিকতাকেও দিচ্ছ উৎসাহ,
পশুদের দ্বারা পশুদের উন্নতি, মানুষ গুলো স্তব্ধ-
মনের সিমানায় আত্ম চিৎকার মানুষের মনে বিরহ।
.
বিরহী মনে বীরত্ব আছে নীতিতে অটুট
অনৈতিকতায় পা না ভেজানোটা মানুষেরই রূপ,
রূপে যিনি মানুষ নন তিনি পশু মনুষ্যত্বহীন
অমানুষ সত্য থেকে পালিয়ে বেড়ায় মিথ্যাতে দেয় ডুব।
.
মানুষ! হ্যাঁ তুমি মানুষ!
দেখতে একটুও পশুর মতো নয়,
মনের ভেতরে পশুত্ব লুকিয়ে আছে
কাজে কর্মে তোমার পরিচয়।
বিষয়: বিবিধ
৯৪৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম?
লেখাটি ভালো লেগেছে। এই রকম আরো পাবো আশা রাখি।
মন্তব্য করতে লগইন করুন