পরিচয় | আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২৩:৫৮ দুপুর



মানুষ! হ্যাঁ তুমি মানুষ!

হাত,পা, মাথা ওয়ালা মানুষ!

তোমার ভেতরে চিন্তা-চেতনা আছে

'ত' মনুষত্ব নেই, তোমার নেই সে হুশ!

.

তোমার ভেতরটা রক্ত মাংসের গড়া

উপরে আছে গন্ডারের চামড়া, নেই ভয়!

চোখ কান বন্ধ যেন! যেখানে আছো সে

থেকে আরো এগিয়ে চামচামিতে করছো জয়!!

.

তোমারই জয়ে তোমার নাবালক ছেলেটি

ঘৃণার বিছানা সাজায়, নেই তোমার অনুধাবন,

তুমি অন্যের অন্ন নিজের করে, স্ত্রী, পুত্র,

কন্যায় মিলে করেছো স্বযতনে স্বপশু পালন!

.

মোটাতাজা হচ্ছ, মনে পশুত্বও বাড়িয়ে-

অন্য পশুদের অনৈতিকতাকেও দিচ্ছ উৎসাহ,

পশুদের দ্বারা পশুদের উন্নতি, মানুষ গুলো স্তব্ধ-

মনের সিমানায় আত্ম চিৎকার মানুষের মনে বিরহ।

.

বিরহী মনে বীরত্ব আছে নীতিতে অটুট

অনৈতিকতায় পা না ভেজানোটা মানুষেরই রূপ,

রূপে যিনি মানুষ নন তিনি পশু মনুষ্যত্বহীন

অমানুষ সত্য থেকে পালিয়ে বেড়ায় মিথ্যাতে দেয় ডুব।

.

মানুষ! হ্যাঁ তুমি মানুষ!

দেখতে একটুও পশুর মতো নয়,

মনের ভেতরে পশুত্ব লুকিয়ে আছে

কাজে কর্মে তোমার পরিচয়।

বিষয়: বিবিধ

৯৪৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386442
১৯ ফেব্রুয়ারি ২০১৯ রাত ০১:৩১
আমি আল বদর বলছি লিখেছেন : ভাল লাগলো ভাই ভালোবাসা ও দোয়া রেখে গেলাম

অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম?
১৯ ফেব্রুয়ারি ২০১৯ সন্ধ্যা ০৬:৪৮
318282
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভালো লাগা অনুভূতি প্রকাশের জন্য অন্তরিত ধন্যবাদ। ব্লগ আগের মতো জমেনা তাই সময় দিতে মন চাইনা। ব্লগারের উপস্থিতি খুবই হতাশাজনক!! পরিচিত ব্লগারা কোথায় যেন হারিয়ে গেছে।
386443
১৯ ফেব্রুয়ারি ২০১৯ রাত ০৪:২২
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট।
১৯ ফেব্রুয়ারি ২০১৯ সন্ধ্যা ০৬:৪৮
318281
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। মতামতের জন্য ধন্যবাদ ভালো থাকুন এই কামনা।
386445
১৯ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ১২:৪৮
নিমু মাহবুব লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
লেখাটি ভালো লেগেছে। এই রকম আরো পাবো আশা রাখি। Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose
১৯ ফেব্রুয়ারি ২০১৯ সন্ধ্যা ০৬:৪৯
318284
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মতামতের জন্য ধন্যবাদ প্রিয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File