যাচ্ছি চলে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ জানুয়ারি, ২০১৯, ০৪:৪৮:১৬ রাত
ভয় পেয়না হঠাৎ ঘুমের রাতে
আর হবেনা দেখা তোমার সাথে
যাচ্ছি চলে কপাল সাথে নিয়ে
কাটবেনা দিন তুমুল সংঘাতে।
ভয় পেয়না সংসারী হও সুখের
যতন করো মণি যেমন চোখের
গেলাম আমি অনেক দূরের পথে
আর হবেনা দেখা কোন মতে।
যাচ্ছি চলে টিকেট হাতে নিয়ে
সন্ধ্যার প্লেইন ছাদের উপর দিয়ে
যাবে যখন আকাশে রেখো চোখ
এখন আমার তারা গুণে সুখ।
বিষয়: বিবিধ
৪৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন