ডাকছে আকাশ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ জানুয়ারি, ২০১৯, ০৪:৫৫:৫৯ বিকাল

কচিকচি হাত দাও বাড়িয়ে
নতুন বই ডাকছে
আয়রে তরা মাঠ ছাড়িয়ে
স্কুলে চল হাঁকছে।
আয়রে খোকা আয় খুকি
রঙ্গিন মলাট বই
আয়রে স্বপন, চন্দ্রমুখি
কইরে তোরা কই।
ঢং ঢং ঢং বাজল ঘন্টা
নতুন বইয়ের ঘ্রাণে
নাচল নাচনা শিশুর মনটা
আসল জোয়ার প্রাণে।
হাতেহাত ধরে চলরে সবে
কাঁধেকাঁধ মিলে চেষ্টা
আমরা গড়ব সোনার দেশ
আমরা গড়ব দেশটা।
বিষয়: বিবিধ
৫৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন