কিছু নেতৃত্বর মুখে মধু অন্তরে বিষ;
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ০৬ জানুয়ারি, ২০১৯, ০২:০১:৫২ রাত
বি এন পির সাধারন সম্পদক ফখরুল ইসলাম সাহেব ৩০ ডিসেম্বর সকালের বক্তব্যে অদুরদর্শিতার পরিচয় দিয়েছেন।
যেখানে আগের রাত্রেই অনেক জায়গায় ব্যালটে সিল মারা হয়ে গেছে তিনি জানতে পেরেছেন। এরপরও তিনি কি করে বল্লেন সুষ্টু ভোট হচ্ছে, তার এই কথাকে তারা পুঁজি বানিয়ে অনেক কথাই বলেছে আওয়ামীলীগ,
নির্বাচন সুষ্টু হয়েছে ফখরুল ইসলাম নিজেই নাকি স্বীকৃতি দিয়েছেন। জাতীয় নেতৃবৃন্দের সে জন্য মেপে কথা বলা দরকার।
সাথে সাথেই নির্বাচন বর্জন করা দরকার ছিল সম্মিলিত ভাবে তা কিন্তু করেন নাই যে ভাবে জামায়াত করেছে, ব্যক্তিগত ভাবে কেউ কেউ যদিও করেছেন।
যাক সে কথা, এখন আবার নতুন আরেক খেলা শুরু হচ্ছে মনে হয়, দেখা যাক শপথ নিয়ে কি করেন! আবার কোন চক্রান্তে পা না দিলেই হয়।
কিছু নেতৃত্ব অন্তরে বিষ রেখে মুখে মিষ্টি বুলি আওরাচ্ছেন মনে হয়। কথায় আছেনা মূখ দেখে ভুল করোনা মুখটাতো নয় মনের আয়না।এদের থেকে সাবধান থাকা অবশ্যই দরকার।
বিষয়: বিবিধ
৮২৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা আমার ব্যাক্তিগত অভিমত
মন্তব্য করতে লগইন করুন