আয়রে সবে ভোট ব্যালটে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৫:২১:২৯ বিকাল
আয় ছেলেরা আয় মেয়েরা
ভোটের মাঠে যায়
ত্রিশ তারিখ সকাল বেলা
ভোট পাহারা চাই।
আয় ছেলেরা বাপ দাদারা
আয়রে ছুটে ছুটে
ভোট ব্যালটে প্রমাণ হবে
স্বদেশ কারা লুটে।
আয় মেয়েরা মা খালারা
আয়রে দলে দলে
ভোট প্রদানে আসলে বাঁধা
কানটা দেব মলে।
আয়রে শহীদ একাত্তরের
আয়রে গাজী আয়
দেশটা আবার গড়তে হবে
সেই চেতনা চাই।
আয়রে যারা গুম হয়েছে
লাশ উঠেছে ভেসে
ত্রিশ তারিখ হিসেব হবে
মুক্ত বাংলাদেশে।
আয়রে বিবেক জনেজনে
নাইতো সময় নাই
ত্রিশ তারিখ ভোট ব্যালটে
দেশটা গড়বি আয়।
বিষয়: বিবিধ
৫০৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নৌকা মার্কায় ভোট দিন
ভোটটা অন্তত দিতে দিন
মন্তব্য করতে লগইন করুন