খোলস পাল্টার গল্প

লিখেছেন লিখেছেন udash kobi ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৮:১১:১৪ রাত

মেঘের কোলে রোদ, রোদের বুকে বৃষ্টি

ঘুম সকালে মনের মাঝে এমন অনাসৃষ্টি

আকাশ-বারি জমির পর

চোখের জলে মনের ঘর

ধুয়ে মুছে করছে ছাফ জয়যাত্রার কৃষ্টি।

আকাশ-ধ্বনি রঙ বাহারে

ভয় চেতনের ঢং আহা রে!

সবার এখন খোলস ঢাকার ঊর্দ্ধমুখি দৃষ্টি।

বিষয়: সাহিত্য

৫০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File