পাপের বোঝা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৬:৩৭:২৮ সন্ধ্যা



ইসি ভাবে উদার হবে খুলে দেবে দ্বার

হল্যাকারী পার পাবেনা আর পাবেনা ছাড়

লেভেল প্লেয়িং ফিল্ড করে সে দেখিয়ে দিতে চায়

এমন ইসি এই জগতে দ্বিতীয়টি আর নাই।

ভাবতে ভাবতে তন্দ্রা এলো ঘুমের ঘোরে দেখে

সিনহা বাবুর খোলা চিঠি ইসির প্রতি লেখে

ভুল করোনা ইসি বাবু আমার কথা ভাবো

কী করিনাই সব করেছি শান্তি এলো নাকো।

চিঠিখানা মাঝপথে আর তন্দ্রা গেল ছুটে

ইসি বাবু ঘামছে এবার কপালে কী জুটে

মাঝ দরীয়ায় ভাসছে তরী, তীরে ধানের শীষ

পাপের বোঝায় পাহাড় জমে খুঁজছে এবার বিষ।

বিষয়: বিবিধ

৫৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File