বিজয়ের স্বাদ কতটুকু পেলাম?
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৭:৫৫:৪১ সন্ধ্যা
বাঙ্গালী জাতির বুঝশক্তির এতো ব্যবধান কোন ঘটনার জের বুঝতে চল্লিশ থেকে পঞ্চাশ বছর লেগে যায়,
------
যদি কোন জনগোষ্টি সঠিক ভাল মন্দের ধারনা এই জাতিকে বুঝাতে চেষ্টা করে তখন বুঝার চেষ্টা না করে বিরোধীতায় ঝাপিয়ে পরে।
নাটকেরএক হাবছি চরিত্রের(ব্যঙ্গাত্বক) ডায়লগ ছিল এমন-সে বলেছিল " বাঙ্গালী জাতটাই বেয়ারা ভাবিয়া কাজ করেনা, কাজ শেষ করে ভাবতে বসে!
অর্থাৎ হুজুগে কাজ করে, লাভ ক্ষতির অংক কষা পরের জন্য রেখে দেয়। আজ এই অবস্থায় অনেকেই বুঝতে শুরু করেছেন। কারা কোন পরিকল্পনায় কি করছেন।
কথায় আছে না "আষাঢ়ের গান অগ্রানে" তখন গেয়ে কি ছন্দে মিলে? ভাল মন্দ ফল প্রত্যেক কাজেরই থাকে কিন্তু সময়ে না বুঝলে যে ক্ষতি হয় তা পুষিয়ে নিতে খেসারত দিতে হয়।
৭১ সালে যারা বুঝেছিল স্বাধীনতার এই পদ্ধতি সঠিক নয়, এতে সত্যিকারের স্বাধীনতার স্বাদ কখনও পাওয়া যাবেনা, বর্তমানে প্রমানিত তাদের ধারনাই সঠিক ছিলো।
তা'নাহলে ৪৭ বছর পরে এসে আজ দেশের এই অবস্থা কেন? কথা বলার অধিকার নাই, যে গনতন্ত্রের কথা বলে চিৎকার করে গলা ফাটানো হচ্ছে, যারা ফাটাচ্ছে তারাই এই নির্বাচনে ঘোষনা দিচ্ছে বিরোধীদলকে মাঠে নামতে দেওয়া হবেনা। যেখানেই তাদের দেখা যাবে নিঃশেষ করে দেওয়া হবে।
এছাড়া বিচারবিহীন হত্যা গুম দর্শন অন্যায় অবিচার তো নিত্য সাথী, তাহলে স্বাধীনতা এবং গনতন্ত্র কোথায়?
এর জবাব কে দেবে? অন্যায়ের বিচার দেওয়ার জায়গাটুকুও অবশিষ্টনেই মনেহচ্ছে। ন্যায়নীতি বলতে কিছু আছে বলে মনে হচ্ছে না, যার জোর তারই মুল্লুক আইনের কোন তোয়াক্কা নাই।
আমরা সাধারন জনগোষ্টি একমাত্র ভরষা আল্লাহ, তার কাছেই চাওয়া,
আল্লাহ এই জাতিকে হেফাজত করুন।
বিষয়: বিবিধ
৬৩৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন