সুইটি আপু
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ ডিসেম্বর, ২০১৮, ০৫:২২:০২ বিকাল
সুইটি আপুর তাড়া আছে
চালাও রিকশা জোরে
রিকশাওয়ালার পা চলেনা
কেমনে চাকা ঘুরে।
সুইটি আপুর ওজন ভারি
চেষ্টা চলে তবু
মাজা খিচে পা চলেনা
সহায় হও প্রভূ।
সুইটি আপু রাগলে ভারি
গালাগালি সাথী
চড় থাপ্পড়ে মন ভরেনা
মারল পাছায় লাথি।
বুড়ো চাচা কান্ড দেখে
করল প্রতিবাদ
সুইটি আপু নেত্রী আছেন
জয় বাংলার জাত।
ছাড় পেলনা বুড়ো চাচা
তাকেও দিলেন ঘা
পথচারী জট পাকালো
ভাইরাল হল তা।
কী আর এমন কান্ড হলো
ভীষণ মাতামাতি
ভাবছে সবাই কার কপালে
জুটল এমন হাতি!
বিষয়: বিবিধ
৫৪০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উল্টা কথা কয়,
পদ হারিয়ে সুইটি আপু
ধরছে হাতে পায়।
পদটা আবার পাবে ফিরে
সেভাবেই পথ খুলে
মন্তব্য করতে লগইন করুন