বিসমিল্লায় গলদ
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৯:৫৬:১৬ সকাল
আসেন একটা দারুন সত্য কথা বলি। বাংলা ব্যকরন পড়েছেন ? বাগধারার কথা জানেন না ? জানার কথা। " বিসমিল্লায় গলদ" নামক একটা বাগধারা আছে, যার অর্থ হল "শুরুতে ভুল বা গোড়ায় গলদ"।
ভাবছেন , এতে আর কি সমস্যা ! শুরুতে ভুল হতেই পারে ! জি, শুরুতে ভুল হতেই পারে সত্যি, কিন্তু এর পেছনে একটা দূরভিসন্ধী আছে বা ছিলো। বাংলার নাস্তিককূল ইসলামের গন্ধ কখনই সহ্য করেনি। ওরা যেকোনো মূল্যে ইসলামকে পচানোর চেষ্টা করত,তা যে যেভাবেই হোক না কেন।
"বিসমিল্লাহ" মানে হল- আল্লাহর নামে বা আল্লাহর নামে শুরু। যেহেতু বাঙ্গালী মুসলিম ভালো কাজ শুরুর সময় বিসমিল্লাহ বলত, তাই তারা এই বিসমিল্লাহ শব্দটাকে আক্রমন করার জন্যে দেশী সাষ্কৃতিতে পরিনত করল,,,শুরু,গোড়া এরকম নামে। এটি যেন একটি বিদেশী শব্দ যা স্বাভাবিকভাবে বাংলায় এসে মিশেছে অন্য অনেক শব্দের মত ! অথচ এটি আমাদের বিশ্বাস সংক্রান্ত একটি শব্দ। ব্যকরনের মাধ্যমে বিসমিল্লায় গলদ পড়ালো আমাদের, আর আমরা বলতে শুরু করলাম সেটা। অথচ আমরা প্রতিবার বলার সময় ঘোষনা করছি ....আল্লাহর নামে গলদ ! কি ভয়াবহ !!
আল্লহর নামে কখনই গলদ হয়না। বিসমিল্লাহতে কোনো গলদ নেই। গলদ আল্লাহর সৃষ্ট মানুষের হতে পারে, আল্লাহর নয়। "বিসমিল্লায় গলদ" শব্দটি ব্যবহার কথা মোটেও উচিৎ নয়।
বিষয়: বিবিধ
৫৪৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন