আল্লাহু আকবার
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৩ ডিসেম্বর, ২০১৮, ১২:৪৯:০১ দুপুর
আল্লাহু আকবার ! আল্লাহু আকবার !! আবারো আল্লাহু আকবার.....আল্লাহু আকবার !!!
স্যামুয়েল আজ প্রথম স্পষ্ট শব্দ উচ্চারন করল হঠাৎ'ই আর তা ছিলো " আল্লাহ"
আল্লাহু আকবার !!! আমি এটাই চেয়েছিলাম মনে প্রানে।
কাজ থেকে ফিরে দেখী স্যামুয়েল এসেছে। আমাকে দেখেই কোলে উঠতে চাইলো। কোলে নিয়ে আমি সবসময় ওর হাতে চুমু দেই অার সূরা ফাতেহা তিলাওয়াত করি। প্রত্যেক লাইন পড়েই ওর হাতে ৩টা করে চুমু দেই এবং এভাবে চলতে থাকে। আর ও হাসতে থাকে। আয়াতুল কুরসী পড়ে ওর মাথায় ফু দেই। আবার নানান সূরা মজা করে পড়ে খেলা করি। কখনও আযান দেই, ও হেসে ওঠে। বাচ্চাদের সাথে মানুষ অনেক রকমের অদ্ভূত শব্দ উচ্চারনে কথা বলে, কিন্তু আমি সেসব স্থানে নানান সব তাসবিহ উচ্চারণ করি, বিশেষ করে আল্লাহু আকবার বলি বেশী।
আজ কোল থেকে নীচে ছেড়ে দিলাম। হাটতে হাটতে হঠাৎই বলে উঠলো " আল্লাহ "
কি যে ভালো লাগছে !! আল্লাহ ওকে মুত্তাকীদের ইমাম হিসেবে কবুল করুন ! আল্লাহ তার দুনিয়া ও আখিরাত সুন্দর করুন ! আল্লাহ আপনাদের উপরও রহম করুন !!
বিষয়: বিবিধ
৪৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন